এবার চাইলে ইএমআইয়ে কিনতে পারেন আলফানসো
বাড়ি, গাড়ির জন্য ‘ইএমআই’ ঠিক আছে। তা বলে আমও ইএমআইয়ে? পুণের এক আম বিক্রেতার সৌজন্যে এবার তাও দেখছে গোটা দেশ। আম কিনতে পকেটে টান পড়লে মাসিক কিস্তিতে টাকা শোধের সুযোগ দিচ্ছেন তিনি। অসামান্য স্বাদের জন্য দেশজোড়া খ্যাতি আলফানসো আমের। তবে এই আমের দাম আর পাঁচটা আমের থেকে অনেকটাই বেশি। এদিকে ফলনও কম। তাই চাইলেও কিনে খেতে পারেন না অনেকেই। বাজারে আলফানসোর পেটির দিকে তাকিয়ে জিভে জল এলেও পকেটের কথা ভেবে গিলতে হয় ঢোঁক। অনেকে আবার কেজি প্রতি এই আম কেনার থেকে এই আমের রসে তৈরি বাজারজাত ঠান্ডা পানীয়র বোতলে চুমুক দিয়েই তৃপ্ত থাকেন। তবে এবার চাইলে ইএমআইয়ে কিনতে পারেন আলফানসো। তারই সুযোগ দিচ্ছেন গৌরব সানাস নামে পুণের এক ব্যবসায়ী।
মূলত মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরিতে আলফানসোর চাষ হয়। অনেকে আলফানসোকে হাপুস আম বলেও চেনেন। যেহেতু এই আমের উৎপাদন খুব কম, তাই একদিকে যেমন দাম চড়া, তেমনই জোগানেরও টানাটানি রয়েছে। সে কারণে এক ডজন আলফানসোর দাম বাজারে ৮০০ থেকে ১৩০০ টাকা অবধি পর্যন্ত গড়ায়। খুব স্বাভাবিকভাবেই অধিকাংশ সময় এই আম মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে যায়।
গৌরব চান, সারা দেশের মানুষ যেন এই আমের স্বাদ পান। সে কারণেই Electronics জিনিসের মতো আমেও EMI-এর সুযোগ দিচ্ছেন তিনি। সংবাদসংস্থা PTI জানিয়েছে, গৌরব জানান, বিক্রি শুরু হতেই আলফানসোর দাম অনেকটা বেড়ে গিয়েছে। এই অবস্থায় ইএমআই চালু করলে অনেকেই এই আম খেতে পারবেন।