You will be redirected to an external website

মেজাজ হারালেন-চেয়ার ছাড়লেন, ‘সাংবাদিক বৈঠকে’র নামে নুসরতের ৭ মিনিটের ‘সাফাই’

মেজাজ-হারালেন-চেয়ার-ছাড়লেন,-‘সাংবাদিক-বৈঠকে’র-নামে-নুসরতের-৭-মিনিটের-‘সাফাই’

সাংবাদিক বৈঠকে’র নামে নুসরতের ৭ মিনিটের ‘সাফাই’

দুপুর আড়াইটেয় প্রেস ক্লাবে আসার কথা ছিল সাংসদ নুসরত জাহানের। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার মিনিট কুড়ি পর তিনি আসেন। সে সময়েই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেছিলেন। অত্যন্ত স্বাভাবিক কয়েকটি প্রশ্ন করেছিলেন, উত্তর দেননি। আশা করা গিয়েছিল, সাংসদ নুসরত তাঁর বিরুদ্ধে ওঠার অভিযোগের ‘কার্য-কারণ’ সম্পর্কের ব্যাখ্যা দেবেন। তবে দৃশ্যত, এদিনের সাংবাদিক বৈঠকের শুরু থেকেই নুসরতের গান পয়েন্টে ছিলেন সাংবাদিকরাই। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সেই সংক্রান্ত খবর প্রকাশিত, সম্প্রচারিত করার জন্য সাংবাদিকদেরই ঘায়ে দোষ চাপালেন। ‘নুসরত জাহান’ এখন বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলেছেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। 

সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত বলা ভাল, কেবল এই একটি বিষয়েরই ব্যাখ্যা দিলেন নুসরত। তাঁর দাবি, তিনি কোনও রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন। সংস্থা থেকে ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা ঋণ নিয়েছিলেন। সেই ঋণ তিনি ২০১৭-র ৬ মে সুদ-সহ ফেরত দিয়েছেন। ব্যস, কেবল এই একটাই যুক্তি, যেটিকে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ‘সাফাই’ বলতে নারাজ।

দেখা গিয়েছে, সাংবাদিক বৈঠক করতে করতেই চেয়ার ছেড়ে উঠে মাইক হাতে চিৎকার করে কথা বলেছেন তিনি। এমনকি তিনি সাংবাদিকদের উদ্দেশে এও বলেছেন, “আমি কি আপনার ব্যাঙ্কের নথি দেখতে চেয়েছি? দেখতে চাইনি তো, তাহলে আপনিও সেটা করতে পারেন না। আর সেটা করতে হলে আইনি পদ্ধতিতে করুন।”

এমনকি তিনি এও বলেন, “আমি আমার তরফ থেকে ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছি। এরপর যদি আপনাদের আরও কোনও গল্প বানাতে হয়, গল্প ফাঁদতে হয়, সেটা আপনাদের ব্যাপার।”

এত্ত বড় একটা অভিযোগ, কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ তাও আবার ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে, এমন একটি ইস্যু যা মোটামুটি রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছে। কিন্তু তার ‘ক্ল্যারিফিকেশন’ শেষ মাত্র সাত মিনিটেই। অর্থাৎ সাত মিনিটে সাংবাদিক বৈঠক শেষ করলেন নুসরত। চেয়ার ছেড়ে উঠে গেলেন। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

শারীরিক-অবস্থার-কিছুটা-উন্নতি-হয়েছে,এই-অবস্থায়-নিজে-থেকে-আম-খেতে-চাইলেন-বুদ্ধদেব Read Next

শারীরিক অবস্থার কিছুটা ...