আজও দিল্লিতে তলব সুকন্যাকে
গরুপাচার মামলার তদন্তে প্রতিটি খতিয়ে দেখতে চাইছে ইডি। অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। কেষ্টর হিসেব রক্ষক মণীশ কোঠারিকেও গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সুকন্য়াকেও ফের একদফা জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা কেষ্টকন্যা সুকন্যাকে তলব করেছেন দিল্লিতে। এর আগের বার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন। সোমবার (২০ মার্চ) তাঁকে ফের তলব করা হয়েছে। তবে আজ সুকন্যা হাজিরা দেবেন কি না সেইটাই দেখার।
শুধু সুকন্যা নয়, দিল্লি অফিসে তলব করা হয়েছে কেষ্ট ঘনিষ্ঠ মলয় পীট, কৃপাময় ঘোষ, সঞ্জীব মজুমদার, সিদ্ধার্থ মণ্ডকেও। তবে আজকে মূল জল্পনা সুকন্যাকে নিয়ে। কারণ, তিনি যদি আজও দিল্লি না যান তাহলে কড়া পদক্ষেপ করা হবে বলেও বার্তা দিয়েছেন ইডি আধিকারিকরা। শেষ পাওয়া খবর থেকে জানা যাচ্ছে (দুপুর ১২টা) ইডি অফিসে এখনও হাজিরা দেননি সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, হাজিরা দেওয়ার সময় সকাল ১১টা থেকে সাড়ে ১১টা। সেক্ষেত্রে তিনি আদৌ আসবেন কি না তাই এখন আলোচ্য বিষয়।
উল্লেখ্য,ইডির অফিসাররা সুকন্যা ও কেষ্টকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান, তার অন্যতম একটি কারণ হল এর আগে সুকন্যা নিজের বয়ানে সব দায় ঝেড়ে ফেলতে চেয়েছিলেন। সূত্রের খবর, তিনি জানিয়েছিলেন, তাঁর নামে থাকা সম্পত্তি, চালকল, টাকার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর বাবা সব জানেন বলে জানিয়েছিলেন। জানা যাচ্ছে, সেই বয়ান কতটা সত্যি ছিল তা জানার জন্যই এই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের উপর জোর দিতে চাইছে ইডি।