You will be redirected to an external website

পদে বসানোর পরেও দেওয়া হয়নি কোনো দায়িত্ব, তাই পদ থেকে ইস্তফা বিজেপি বিধায়কের !

পদে-বসানোর-পরেও-দেওয়া-হয়নি-কোনো-দায়িত্ব,-তাই-পদ-থেকে-ইস্তফা-বিজেপি-বিধায়কের-!

পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি বিধায়কের ! সংগৃহীত ছবি

মণিপুরে গত এক সপ্তাহে তিন-তিনজন বিজেপি নেতা পদত্যাগ করেছেন গুরুত্বপূর্ণ পদ থেকে। করম শ্যাম, থকচম রাধেশ্যামের পর আজ আরেক বিজেপি বিধায়ক এক স্বশাসিত সংস্থার চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন। আজ বৃহস্পতিবার মণিপুর ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন বিধায়ক পি ব্রজেন সিং।ব্রজেন সিং থউবাল জেলার অন্তৰ্গত ওয়াংজিং তেনথা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক ছিলেন। আজ ২০ এপ্ৰিল মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিংকে লেখা চিঠিতে তিনি তাঁর পদত্যাগের কারণ হিসাবে 'ব্যক্তিগত কারণ' বলে লিখেছেন।

ব্রজেন সিং এমন এক সময় পদত্যাগ করেছেন, যখন কুকি সম্প্রদায়ের কয়েকজন নির্বাচিত বিধায়ক নয়াদিল্লিতে ক্যাম্প করে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করছেন। কুকি সম্প্রদায়ভুক্ত বিধায়কদের অবিযোগ, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিঙের সরকার স্বচ্ছভাবে কাজ করছে না। তাছাড়া নির্বাচনী প্রতিশ্রুতিও পূরণ করছে না বীরেন সিং নেতৃত্বাধীন সরকার। তাই তারা বর্তমান রাজ্য নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করতে নয়াদিল্লি গিয়ে ডেরা পেতেছেন।

প্রসঙ্গত গত ১৭ এপ্রিল পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিজেপি বিধায়ক করম শ্যাম করেছিলেন। লাংথাবল বিধানসভা কেন্দ্রের বিধায়ক করম শ্যাম চেয়ারম্যান পদে ইস্তফা দিয়ে বলেছিলেন, রাজ্য সরকারের সিনিয়র নেতৃত্ব তাঁদের সহকর্মীদের সাথে সম-আচরণ করছে না। জনৈক নেতা তাঁদের সহকর্মীদের হুমকি দিচ্ছেন, তা মেনে নেওয়া যায় না। শ্যাম আরও বলেছেন, মুখ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকায় একটি ঐতিহাসিক স্থান বিকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন তা উপেক্ষা করছেন তিনি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘২০২২ সালের ২১ নভেম্বর টুরিজম কর্পোরেশনের চেয়ারম্যানের পদে আমাকে বসানো হয়েছে, অথচ চেয়ারম্যান হিসেবে কোনও দায়িত্ব অর্পণ করা হয়নি।’

এ-ই শেষ নয়, গত মঙ্গলবার, ১৮ এপ্রিল থকচম রাধেশ্যাম মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর অভিযোগ, মণিপুরে নেতৃত্বের একনায়কতন্ত্র কায়েম হয়েছে। এতে অনেক বিধায়ক অসন্তুষ্ট। মুখ্যমন্ত্রীই হোন বা রাজ্যের দলীয় নেতৃত্ব, তাঁরা পরিবর্তন চান। সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে থকচম রাধেশ্যাম লিখেছেন, ‘আমরা যদি স্বচ্ছতা চাই, আমরা যা-ই করি, যা-ই বলি না কেন, আমরা আমাদের মন ও আত্মায় যা ভাবি তা একই হওয়া উচিত এবং সে অনুযায়ী কাজ করা উচিত।’

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

প্রবীণ-সিপিএম-নেতা-মদন-ঘোষ-প্রয়াত-ভুগছিলেন-নানা-শারীরিক-সমস্যায়! Read Next

প্রবীণ সিপিএম নেতা মদন ঘ...