You will be redirected to an external website

Kolkata Metro: পরীক্ষার্থীদের জন্য সুখবর, রবিবার অতিরিক্ত মেট্রো পরিষেবার ঘোষণা

Kolkata-Metro:-পরীক্ষার্থীদের-জন্য-সুখবর,-রবিবার-অতিরিক্ত-মেট্রো-পরিষেবার-ঘোষণা

২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট হতে চলেছে রাজ্যজুড়ে

২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট হতে চলেছে রাজ্যজুড়ে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওই দিনই রয়েছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। পরীক্ষার্থীদের অনেকেরই চিন্তার বিষয় ছিল কীভাবে পরীক্ষার হলে পৌঁছবেন তাঁরা? যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই দিন শহরে আসছেন না বলেই খবর। তবুও দিনটি রবিবার হওয়ায় পর্যাপ্ত যানবাহন পাওয়ার বিষয় পরীক্ষার্থীদের একটা আশঙ্কা ছিলই। 

অন্য রবিবারের মতো দেরিতে মেট্রো পরিষেবা নয়। বরং সকাল থেকেই মেট্রো পরিষেবা পাবেন পরীক্ষার্থীরা। সকাল নটার জায়গায় সকাল ৬:৫০ মিনিটে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে। একই সময় দমদম থেকে একটি মেট্রো ছেড়ে আসবে কবি সুভাষের উদ্দেশে। ৬:৫৫ মিনিটে দমদম থেকে প্রথম মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বরের উদ্দেশে। সকাল ৭:০০ টায় দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে কবি সুভাষের উদ্দেশে।

অন্য রবিবার যেখানে ১৩০টি সার্ভিস মেট্রোর তরফে চালানো হয় সেখানে ওই দিন ব্লু লাইনে চলবে মোট ২৩৪ টি সার্ভিস। যদিও দিনের বেলায় পরীক্ষা থাকার কারণে রাতের বেলায় অন্য রবিবারের মতোই শেষ মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Abhijit-Gangopadhyay:-বিচারপতি-অভিজিৎ-গঙ্গোপাধ্যায়ের-বাড়িতে-হঠাৎ-SLST-চাকরিপ্রার্থীরা! Read Next

Abhijit Gangopadhyay: বিচারপতি অভিজিৎ...