You will be redirected to an external website

Saayoni Ghosh: ৫ জুলাই ফের তলব তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে

Saayoni-Ghosh:-৫-জুলাই-ফের-তলব-তৃণমূলের-যুব--নেত্রী-সায়নী-ঘোষকে

৫ জুলাই ফের তলব সায়নীকে

সাড়ে ১১ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরোলেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। সাংবাদিকদের সামনে তিনি জানালেন, তদন্তে একশো শতাংশ সহযোগিতা করেছেন। আগামিদিনে তদন্তকারী সংস্থা আবার তাঁকে তলব করলে তিনি আসবেন বলেও জানিয়েছেন। তদন্তের প্রয়োজনে ১১ কেন, ২৪ ঘণ্টা তিনি ইডি দফতরে থাকতে প্রস্তুত বলে জানান সায়নী। ইডি সূত্রে খবর, ৫ জুলাই তাঁকে ফের তলব করা হয়েছে।

সাড়ে ১১ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সের ইডি দফতর থেকে বেরোলেন সায়নী। আর বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘‘আজ প্রাথমিক কিছু নথি নিয়ে ডেকেছিলেন। এর মধ্যে আবার তলব করবেন। বলেছেন কিছু নথির ডিটেল আনতে। আমি ১০০ শতাংশ সহযোগিতা করেছি। আশা করছি, তাঁরা সন্তুষ্ট। তদন্তের সুবিধার জন্য আমাকে যদি একশো বার আসতে হয়... আজ এখানে আমি ১১ ঘণ্টা ছিলাম। যদি আমাকে ২৪ ঘণ্টাও থাকতে হয় তদন্তের স্বার্থে, আমি অবশ্যই থাকব। আমি সহযোগিতা করছি। আমাকে আরও এক বার আসতে হবে। কবে আসতে হবে ওঁরা জানিয়ে দেবেন।’’

ইডি সূত্রে খবর, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রী তথা রাজনৈতিক নেত্রী সায়নীকে। নিয়োগ মামলার তদন্তে এই প্রথম জড়াল সায়নীর নাম। যদিও নিয়োগ মামলায় গ্রেফতার এবং বর্তমানে জেলবন্দি তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে তাঁর পরিচয় নিয়ে এর আগে জল্পনা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছিল, কুন্তলের যোগসূত্র ধরেই নিয়োগকাণ্ডে সায়নীর নাম জড়িয়েছে। এ ছাড়াও সায়নীকে ইডির তরফে কিছু নথি আনতে বলা হয়েছিল বলেও শোনা যায়। যার মধ্যে ছিল অভিনেত্রীর আয়কর জমা দেওয়ার ফাইল, সম্পত্তির হিসাব, যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তার তথ্য এবং তাতে হওয়া লেনদেনের নথি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ধেয়ে-আসছে-বজ্রবিদ্যুৎ-সহ-বৃষ্টি,আগামী-৪৮-ঘণ্টায়-বজ্রপাতের-আশঙ্কাও-থাকবে Read Next

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-স...