You will be redirected to an external website

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের দিন জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

উচ্চ-মাধ্যমিকের-ফলপ্রকাশের-দিন-জানিয়ে-দিলেন-শিক্ষামন্ত্রী

২৪ মে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

আগামী ২৪ মে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে জানিয়েছেন। তিনি জানিয়েছে, ২৪ মে দুপুর বারোটার সময়ে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। বেলা সাড়ে বারোটা থেকে অনলাইনে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ৩১ মে রেজাল্ট হাতে দেওয়া হবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com এই ওয়েবসাইটগুলোতে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।  চলতি বছরে ১৪  থেকে ২৭ মার্চ পর্যন্ত চলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ৮ লক্ষ। এবারও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল অনেকটাই বেশি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ঘূর্ণিঝড়-মোকার-দাপটে-দেড়-হাজারেরও-বেশি-রোহিঙ্গা-ক্ষতিগ্রস্ত-হয়েছেন,তাণ্ডবে-ভাঙল-১৩০০-ঘর Read Next

ঘূর্ণিঝড় মোকার দাপটে দ...