You will be redirected to an external website

মুর্শিদাবাদ পৌঁছেই একের পর এক চমক! কী করলেন অভিষেক?

মুর্শিদাবাদ-পৌঁছেই-একের-পর-এক-চমক!-কী-করলেন-অভিষেক?

মুর্শিদাবাদ পৌঁছেই একের পর এক চমক

শুক্রবার মুর্শিদাবাদের ফরাক্কায় এসে পৌঁছন সর্বভারতীর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পুলিশ নাকা চেকিং পয়েন্টে বিধায়কেরা ও অন্যান্য দলীয় নেতৃত্বরা সম্বর্ধনা জানান তাঁকে। ফরাক্কায় পায়ে হেঁটে সাধারন মানুষের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগ তৈরি করেন অভিষেক। তারপর সড়কপথেই ফরাক্কা থেকে সামশেরগঞ্জে এসে পৌঁছন।

সামশেরগঞ্জে গাড়িতে রোড শো করেন অভিষেক। মানুষের জোয়ারে জনসংযোগ করতে গাড়ির উপর দাঁড়িয়ে পড়েন। সামশেরগঞ্জের তারাপুরে মাঝ রাস্তায় কয়েকজন ইমাম তাঁকে সম্বর্ধনা দেয়। তাঁদের সঙ্গে হাত মেলান অভিষেক। সেখান থেকে সুতি, তারপর রঘুনাথগঞ্জে যান। রঘুনাথগঞ্জে দাদা ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে সেখান থেকে লালগোলায় এসে পৌঁছন। লালগোলায় ছিল রাত্রিবাসের ব্যবস্থা।

তবে এ দিনের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রায় রাস্তায় দুই দিকে তৃণমূল কর্মী সমর্থক-সহ সাধারন মানুষে ভিড় ছিল চোখে পড়ার মতো। কখনও পায়ে হেঁটে, কখনও গাড়ির জানলা থেকে, কখনও গাড়ির হুডের উপর উঠে দাঁড়িয়ে মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে তাদের কাছে গিয়ে বারে বারে মানুষের সঙ্গে মিশে যাচ্ছিলেন অভিষেক।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

জুতোতেই মুশকিল আসান, চার...