রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে গোটা দেশই মেতে উঠেছে
রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে গোটা দেশই মেতে উঠেছে৷ এ বার সেই আনন্দে জুড়ে গেলেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম৷ তাঁর লেখা গান নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি, রামভক্তির উজ্জ্বল নিদর্শন হিসাবে বাংলার কথাও উল্লেখ করলেন তিনি৷
মোদি শনিবার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রভু শ্রী রামের প্রতি প্রবল ভক্তি ও শ্রদ্ধা আছে৷ আপনাদের জন্য রইল বিখ্যাত নজরুলগীতি ‘মন জপ নাম’৷’ সেখানে পায়েল কর নামে এক শিল্পীর গাওয়া একটি নজরুলগীতি পোস্ট করলেন তিনি৷
মাঝে আর মাত্র একদিন৷ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে৷ সেই সাড়ম্বর আয়োজনে আপাতত মেতে উঠেছে গোটা দেশ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে চলছে তোড়জোড়। সেজে উঠেছে অযোধ্যা। আটচল্লিশ ঘন্টাও বাকি নেই প্রাণ প্রতিষ্ঠার। আজ থেকেই কার্যত এসপিজির দখলে গোটা অযোধ্যা।