You will be redirected to an external website

Anubrata Mondal: কেষ্ট ম্যাজিক...অনুব্রতহীন বীরভূমেও সবুজ ঝড় অব্যাহত

Anubrata-Mondal:-কেষ্ট-ম্যাজিক...অনুব্রতহীন-বীরভূমেও-সবুজ-ঝড়-অব্যাহত

অনুব্রতহীন বীরভূমেও সবুজ ঝড় অব্যাহত

অনুব্রতহীন বীরভূমেও সবুজ ঝড় অব্যাহত। জেলায় এক তরফা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূলের দখলে। তবে গত পঞ্চায়েতে যেভাবে জেলাজুড়ে একপ্রকার বিরোধী শূন্য করা হয়েছিল। সেই জায়গায় চিত্রের পরিবর্তন এসেছে। 

বুধবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, জেলার ১৬৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪০টি গিয়েছে তৃণমূলের দখলে। বিজেপি পেয়েছে ৭টি, জোট ৪টি এবং ত্রিশঙ্কু হয়েছে ১৬টি। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ১৯ আসনের ১৯টিই তৃণমূলের দখলে। এ ছাড়া জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে ৫১টি তৃণমূল এবং একটি কংগ্রেস।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, মোটের উপর জেলায় শাসক দলের ফলাফল ভাল হলেও। বিরোধীদের অস্তিত্বের দেখা মিলেছে অনুব্রত গড়ে। রাজনৈতিক মহলের লোকজনের দাবি, গত পঞ্চায়েত ভোটে যেভাবে বীরভূম বিরোধী শূন্য হয়েছিল। সেই নিয়ে বিরোধীদের যদিও শাসক দলের জোরজুলুমকে দায়ী করা হয়। তার নিরিখে এই জেলায় তুলনামূলক আস্তিত্বের প্রমাণ দিয়েছে বিরোধীরা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Chandrayaan-3-:-পৌঁছেছে-ইসরোর-বিজ্ঞানী-দল,-দুপুরেই-শুরু-চন্দ্রযান-৩-এর-কাউন্টডাউন Read Next

Chandrayaan-3 : পৌঁছেছে ইসরোর বিজ...