You will be redirected to an external website

এক এসি ঠান্ডা করছে দুই ঘর! মুম্বইয়ের হোটেলে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা দেখে স্তম্ভিত অনেকে

এক-এসি-ঠান্ডা-করছে-দুই-ঘর!-মুম্বইয়ের-হোটেলে-শীতাতপ-নিয়ন্ত্রণের-ব্যবস্থা-দেখে-স্তম্ভিত-অনেকে

একটি এসি দিয়েই দুই ঘরে পরিষেবা

একটিই এসি। তাতে ঠান্ডা হচ্ছে দু’টি ঘর। মুম্বইয়ের হোটেলে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

হোটেলের ওই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন এক জন। রাতারাতি তা ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে, হোটেলের দু’টি ঘরের মাঝে উপরের দিকের দেওয়ালে একটি বড় গর্ত করা। সেই গর্তের মাঝে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি)। যন্ত্রের অর্ধেক রয়েছে একটি ঘরে, বাকি অর্ধেক রয়েছে অন্য ঘরে। অর্থাৎ, দু’টি ঘরেই একসঙ্গে ‘পরিষেবা’ দিচ্ছে এসি।

ছবিটি পোস্ট করে ওই ব্যক্তি লিখেছেন, ‘মুম্বইতে এই ঘরটি ২০১১ সালে বুক করেছিলাম। হোটেলের ম্যানেজার জানিয়েছিলেন, ঘরে উপযুক্ত এসি-র পরিষেবা পাওয়া যাবে। ঘরে ঢুকে দেখি, দু’টি ঘরের মধ্যে একটি এসি ভাগ করে রাখা হয়েছে।’ পাশের ঘরে যাঁরা ছিলেন তাঁদের কথাবার্তা অন্য ঘর থেকেও স্পষ্ট শোনা যাচ্ছিল বলে জানিয়েছেন তিনি। এমনকি তিনি জানান, পাশের ঘরে সারা রাত ধরে জোরে গান চালানো হয়েছিল। তাতে তাঁদের ঘুমেও ব্যাঘাত ঘটেছে।

একটি এসি দুই ঘরের মধ্যে ভাগ করে দেওয়ায় যথারীতি তার রিমোট হাতে পাননি কেউ। হোটেল কর্তৃপক্ষ রিমোট নিজেদের কাছে রেখে দিয়েছিলেন বলে দাবি। এসি-তে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা হয়েছিল। দু’টি এসির খরচ বাঁচানোর জন্য হোটেল মালিকের এমন উদ্যোগ দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।

তবে মুম্বইয়ের কোন হোটেলে এমন এসি দেখা গিয়েছে, তার নাম জানা যায়নি। ছবিটির নীচে নানা জনে নানা রকম মন্তব্য করেছেন। কেউ হোটেল কর্তৃপক্ষের বুদ্ধির প্রশংসা করেছেন। কেউ আবার হোটেলের ‘দুর্দশা’ দেখে হতাশ হয়েছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

মৃতের-চিতা-থেকে-ছাই-এনে-হত-মহাকালের-আরতি,-উজ্জয়িনীর-এই-মন্দির-নাকি-তৈরি-করেন-স্বয়ং-ব্রহ্মা Read Next

মৃতের চিতা থেকে ছাই এনে হ...