You will be redirected to an external website

Jalpaiguri: জল ছুঁয়ে যাচ্ছে বাড়ির চালও, তিস্তার জলে প্লাবিত একের পর এক গ্রাম

Jalpaiguri:-জল-ছুঁয়ে-যাচ্ছে-বাড়ির-চালও,-তিস্তার-জলে-প্লাবিত-একের-পর-এক-গ্রাম

তিস্তার জলে প্লাবিত একের পর এক গ্রাম

সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির জেরে তিস্তা নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে গ্রামে। জলবন্দি এলাকার প্রায় ৫৩টি পরিবার। আতঙ্কে মানুষশূন্য হচ্ছে গোটা গ্রাম। সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির জেরে তিস্তা নদীর জল উপচে গ্রামে ঢুকতে শুরু করেছে। ঘরের ভেতর বাড়ির উঠোনের উপর দিয়ে বইছে জলের স্রোত। কোথাও এক হাঁটু জল তো কোথাও এক কোমর জল। বাড়ি ঘর ছেড়ে ভয়ে অন্যত্র নিরাপদ জায়গার খোঁজে পালিয়ে যেতে শুরু করেছেন গ্রামবাসীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তার জলস্তর বাড়ছে । 

এক কোমর জল ডেঙিয়ে মাথায় শেষ সম্বলটুকু তুলে নিরাপদ জায়গার রাখার চেষ্টা করছেন অনেকে। জীবনের ঝুঁকি নিয়ে সহায়সম্বল বাঁচানোর চেষ্টা শুরু করেছেন গ্রামবাসীরা। তবে অভিযোগ, একবারের জন্য বানভাসি এলাকা পরিদর্শন করতে যাননি প্রশাসনিক কর্তারা।

কোথায় আছে নদীর পাড়ে বাস চিন্তা বারমাস। ঠিক তেমনি তিস্তার পাড়ের ঠোটগাঁও গ্রামের বাসিন্দাদের এখন করুণ অবস্থা। গোটা গ্রামের তিস্তার জল ঢুকে পড়লেও এলাকার ভিডিয়ো প্রশাসনিক কর্তা এমনকি এই এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইক-এর। স্থানীয় বাসিন্দারাই বলছেন, “আমরা এতটা ভয়ঙ্কর অবস্থার তৈরি হয়নি।”

সিকিম পাহাড়ে একটানা বৃষ্টি এবং ডুয়ার্সের বৃষ্টির জেরে তিস্তা নদীর জল ফুলে ফেঁপে ওঠে। সেই জল গ্রামে ঢুকছে এখন। স্থানীয় বাসিন্দারা পুনর্বাসনের দাবি করেছেন। এখনও পর্যন্ত প্রশাসনিক কর্তারা এই নিয়ে কিছু বলেননি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Bihar:-এবার-বিহারে-হুড়মুড়িয়ে-ভাঙল-দুটি-সেতু!-দুর্ঘটনায়-চিন্তিত-প্রশাসন Read Next

Bihar: এবার বিহারে হুড়মুড়...