You will be redirected to an external website

NEET-UG retest: রবিবার ফের NEET-UG পরীক্ষা দিলেন মাত্র ৫২ শতাংশ পরীক্ষার্থী

NEET-UG-retest:-রবিবার-ফের-NEET-UG-পরীক্ষা-দিলেন-মাত্র-৫২-শতাংশ-পরীক্ষার্থী

রবিবার ফের NEET-UG পরীক্ষা দিলেন মাত্র ৫২ শতাংশ পরীক্ষার্থী

যোগ্য পরীক্ষার্থীদের ৪৮ শতাংশই আর দিলেন না নিট-ইউজি পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে বেনজির অনিয়মের অভিযোগ ওঠার পর, সুপ্রিম আদেশে ‘গ্রেস মার্ক’ পাওয়া ১,৫৬৩ জন শিক্ষার্থীর জন্য, রবিবার (২৩ জুন) ফের নিট-ইউজি পরীক্ষার আয়োজন করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA)। 

এই গ্রেস মার্ক পাওয়া ১৫৬৩ জন ছাত্রছাত্রীই এদিন ফের নিট-ইউজি পরীক্ষা দিতে পারতেন। কিন্তু, এদিনের পরীক্ষার পর, এনটিএ জানিয়েছে, মাত্র ৮১৩ জন বা ৫২ শতাংশ ছাত্রছাত্রী এদিন ফের নিট-ইউজি পরীক্ষা দিয়েছেন। ৭৫০ জনই পরীক্ষা দেননি। ছত্তীসগড়, গুজরাট, হরিয়ানা, মেঘালয় এবং চণ্ডীগড়ের মোট সাতটি পরীক্ষাকেন্দ্রে এদিন ফের পরীক্ষা নেওয়া হল। এই ১৫৬৩ জন পরীক্ষার্থীকে বলা হয়েছিল, তাঁরা চাইলে নতুন রে পরীক্ষা দিতে পারেন। আর না-হলে গত ৫ মে যে পরীক্ষা দিয়েছিলেন তাঁরা, সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে গ্রেস মার্ক বাদ দিয়ে যে নম্বর হবে, সেটাই তাদের এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর হিসেবে ধরা হবে। ওই নম্বরের ভিত্তিতেই তাদের নাম তোলা হবে মেধা তালিকায়। আর নতুন রে যাঁরা পরীক্ষা দেবেন, তাঁদের নাম তোলা হবে নতুন পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে।

রবিবার সন্ধ্যায় এনটিএ জানিয়েছে, চণ্ডীগড়ে দুজন পরীক্ষার্থী এদিনের পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য ছিলেন। কিন্তু তাঁদের কেউই পরীক্ষা দিতে আসেননি। ছত্তীসগড়ে এদিন পরীক্ষা দিতে পারতেন ৬০২ জন। কিন্তু, পরীক্ষা দিয়েছেন মাত্র ২৯১ জন। একইভাবে, হরিয়ানায় যোগ্য পরিক্ষার্থী ছিলেন ৪৯৪ জন, পরীক্ষা দিয়েছেন ২৮৭ জন। মেঘালয়ে পরীক্ষার্থীর মাত্র ৫০.৪৩ শতাংশ এদিন পরীক্ষা দিয়েছেন। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তৈরি-হবে-না-ব্রিটানিয়ার-বিস্কুট,-৭৭-বছরের-পুরনো-কারখানা-বন্ধ-হতে-চলেছে- Read Next

তৈরি হবে না ব্রিটানিয়ার ...