তাপমাত্রার পারদ বাড়ায় গরমের দাপটে নাজেহাল রাজ্যবাসী !
দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিরাট পরিবর্তন দেখা যাবে আগামী কয়েকদিনে । কোথাও দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।কলকাতা ও তার আশপাশের বেশ কিছু এলাকার আংশিক ভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরে জানাচ্ছে, বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামিকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বৃষ্টি হতে পারে বীরভূম এবং পূর্ব বর্ধমানেও। তবে এছাড়া আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। এই পরিস্থিতিতে আগামী পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে ওয়েদার অফিস।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। অপরদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা , মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ অনেকটাই বাড়বে।আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ এপ্রিল বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।আগামী দিন দুয়েকে উত্তরবঙ্গের সমতল এলাকার তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে তারপরের দুদিনে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও আগামী দুদিনে ২-৪ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমনই জানাচ্ছেন হাওয়া অফিস । আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের সমতল এলাকার তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে বলে খবর আলিপুর আবহাওয়া দফতর