রাজ্যজুড়েই আগামী কয়েক দিন মেঘলা আকাশ
রাজ্যজুড়েই আগামী কয়েক দিন মেঘলা আকাশ। উত্তরবঙ্গে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে উপকূলে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা, মাঝারি বৃষ্টি প্রায় সব জেলাতেই। ১৫ অগাস্টের পর বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।মৌসুমী অক্ষরেখার পশ্চিম ভাগ হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থিত। পূর্বের অংশ গোরখপুর এবং ভাগলপুর থেকে মালদা হয়ে পূর্ব দিকে মনিপুর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। সিকিম ও উত্তরবঙ্গ থেকে একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রবি এবং সোমবার বাংলাদেশের উপর তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত।
উত্তরবঙ্গে আরও ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি। রবিবার উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। অতি বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। সোমবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।
দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। দু'এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে।