মোদী-মোদী' স্লোগানে মুখরিত বিমানবন্দর চত্বর । সংগৃহীত ছবি
'সফল' ত্রিদেশীয় সফর শেষে বৃহস্পতিবার সকালেই দিল্লিতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছনোর পর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, 'মোদী-মোদী' স্লোগানে মুখরিত হয়ে ওঠে পালম বিমানবন্দর চত্বর। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, বিজেপি নেতা হর্ষ বর্ধন-সহ বিজেপির অন্যান্য নেতা-নেত্রীরা।
ভোর থেকেই পালম বিমানবন্দর চত্বরে উপস্থিত ছিলেন অসংখ্য বিজেপি কর্মীরা। তাঁরাও প্রধানমন্ত্রীকে একঝলক দেখার জন্য অপেক্ষায় ছিলেন।ত্রিদেশীয় সফরে সর্বপ্রথম জাপানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি যান পাপুয়া নিউগিনি ও অন্তিম পর্যায়ে অস্ট্রেলিয়া সফরে যান প্রধানমন্ত্রী মোদী। বুধবারই অস্ট্রেলিয়া থেকে ভারতের উদ্দেশে রওনা হন তিনি, আর বৃহস্পতিবার সকালে এসে পৌঁছন মাতৃভূমিতে।
দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছনোর পর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। দিল্লির পালম বিমানবন্দরের বাইরে জড়ো হওয়া বিজেপি কর্মী ও সমর্থকদের হাত নেড়ে অভিবাদন ও ধন্যবাদ জানান মোদী।