এখনও বাংলায় দাপট দেখাচ্ছে পদ্ম শিবির
প্রথম ১ ঘণ্টার গণনায় বাংলায় কিন্তু দাপট দেখাচ্ছে পদ্ম শিবির। পোস্টাল ব্যালট গণনায় দেখা যাচ্ছে ২৩ আসনে এগিয়ে BJP। তৃণমূল এগিয়ে ১৬ আসনে। কংগ্রেস ২টি আসনে এগিয়ে। আর সিপিএম ১টি আসনে।
গণনার শুরুতেই ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবকে পিছনে ফেলে দিলেন হিরণ। সকালে পৌনে ৯টা পর্যন্ত যা ট্রেন্ড, তাতে দেখা যাচ্ছে দেবকে পিছিয়ে পড়েছেন। ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই অভিনেতার হাড্ডাহাড্ডি লড়াই চলেছে।গণনার আধ ঘণ্টা হয়েছে। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে পিছনে ফেলে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে আটটা পর্যন্ত গণনা অনুযায়ী এগিয়ে রয়েছেন রচনা। রাজনীতির আঙিনায় একেবারেই আনকোড়া রচনা।
দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে পিছনে ফেলে এগিয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায়। অপরদিকে, মুর্শিদাবাদে এগিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। কলকাতা উত্তরে জানা যাচ্ছিল এগিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়। পরক্ষণেই জানা যায় ওই কেন্দ্রে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়।ভোটগণনা শুরু হতেই ছক্কা হাঁকাচ্ছেন দিলীপ ঘোষ। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদ। গণনা শুরু হতেই এই কেন্দ্রে এগিয়ে গিয়েছেন দিলীপ। যদিও সদ্য গণনা শুরু হয়েছে। একেবারেই প্রাথমিক পর্বে গণনা।