2 টাকাতেই মিলবে নতুন প্ল্যানে দেখার সুযোগ ! সংগৃহীত ছবি
আইপিএল শেষ হলে নতুন প্ল্যান আনবে জিও সিনেমা। এই প্ল্যানের দাম কত হতে চলেছে তা নিয়ে ইতিপূর্বে শোরগোল পড়ে গিয়েছে বেশ কয়েকটি সামাজিক মাধ্যমে । এই প্ল্যানের মেয়াদ থাকবে 1 দিন, দাম থাকতে পারে 29 টাকা। তবে এই প্ল্যানের উপর 93 শতাংশ ছাড় পাওয়া যাবে অর্থাৎ 2 টাকায় জিও সিনেমা উপভোগ করতে পারবে ইউজাররা। গোটা দিন 2 টাকাতেই ব্যবহার করা যাবে গোটা জিও সিনেমা।
মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে হবে আইপিএল। যে কোটিপতি লিগ দেখানোর দায়িত্ব রয়েছে ডিজনি স্টার এবং ভায়াকম ১৮-র উপর। টিভি স্বত্ব কিনেছে স্টার। মোবাইলে খেলা দেখাবে ভায়াকম। তাদের অ্যাপ জিয়োসিনেমাতে খেলা দেখা যাবে। ফুটবল বিশ্বকাপ দেখিয়েছিল জিয়োসিনেমা। জিয়োসিনেমা অ্যাপটি রিল্যায়ান্সের। তারাই দেখাবে আইপিএল।
আইপিএল শেষ হলেই নাকি ‘পেড সাবস্ক্রিপশন’ মডেল চালু করা হবে জিয়ো সিনেমায়। সম্ভাব্য প্ল্যান নিয়েও আলোচনা চলছে। এ-ও শোনা গিয়েছে যে, জিয়ো সিনেমা সাবস্ক্রিপশনের জন্য ৩টি প্ল্যান আনতে পারে সংস্থা। এই ৩টি প্ল্যান হল ডেইলি, গোল্ড এবং প্ল্যাটিনাম। জিয়ো সিনেমায় এক দিনের প্ল্যানের জন্য এক জন গ্রাহককে দিতে হবে ২৯ টাকা। তবে ৯৩ শতাংশ ছাড় থাকবে। ফলে গ্রাহককে খরচ করতে হবে মাত্র ২ টাকা। গোল্ড প্ল্যানে খরচ পড়বে ২৯৯ টাকা। প্রাথমিক ভাবে দিতে হবে ৯৯ টাকা। প্ল্যাটিনাম প্ল্যানে বার্ষিক খরচ ১১৯৯ টাকা। কিন্তু প্রাথমিক ভাবে দিতে হবে ৫৯৯ টাকা।