You will be redirected to an external website

Ibrahim Ali Khan: মাস খানেক কাটতে না কাটতেই ফের এক ছাদের তলায় পলক-ইব্রাহিম!

Ibrahim-Ali-Khan:-মাস-খানেক-কাটতে-না-কাটতেই-ফের-এক-ছাদের-তলায়-পলক-ইব্রাহিম!-

ফের এক ছাদের তলায় পলক-ইব্রাহিম!

সলমন খানের ছবিতে বলিউড অভিনেত্রী হিসাবে অভিষেক হয়েছে তাঁরা। অন্য জনের অভিষেকের জন্য এখনও সবুর করতে হবে কয়েক মাস। আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছেন তিনিও। তবে তাতে থেমে থাকনি এই দুই তারকাসন্তানের প্রেম। পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খান। বলিউডে অভিষেক হওয়ার আগে থেকেই সমাজমাধ্যমের সৌজন্যে দর্শকের কাছে বেশ পরিচিত মুখ তাঁরা। পেশাগত জীবনের চেয়ে বেশি চর্চায় তাঁদের ব্যক্তিগত জীবন। বলিপাড়ার অন্দরের খবর, সইফ আলি খানের ছেলে ইব্রাহিমের সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন পলক।

পরনে কালো ছোট্ট পোশাক, পিঠে এক ঢাল চুল। ঝলমলে একটি ব্যাগ কাঁধে নিয়ে হাসিমুখে পার্টিতে প্রবেশ করলেন টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে। অন্য দিকে, নীল রঙের একটি বিলাসবহুল গাড়ি থেকে নামলেন ইব্রাহিম। তাঁরও পরনে কালো শার্ট। 

গত বছরের শেষের দিকে এক নাইট ক্লাবের বাইরে ইব্রাহিমের সঙ্গে দেখা গিয়েছিল পলককে। চিত্রগ্রাহীদের সামনে মুখ ঢেকে ইব্রাহিমের সঙ্গে গাড়িতে উঠেছিলেন তিনি। তবে তাঁকে চিনতে ভুল হয়নি অনুরাগীদের। ছবি সমাজমাধ্যে ছড়িয়ে পড়তেই কানাঘুষো শোনা যায়, নবাবপুত্রের সঙ্গেই নাকি প্রেম করছেন তিনি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

Panchayat Election: হাইকোর্টের নির্...