You will be redirected to an external website

Panchayat Election: নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু

রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু

রাজভবন থেকে ‘সমান্তরাল সরকার’ চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর সাফ বক্তব্য, ‘মমতা বন্দ্যোপাধ্য়ায়ের থেকে জ্ঞান নেওয়ার কোনও দরকার রাজ্যপালের নেই।’ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভূয়সী প্রশংসাও করতে দেখা যায় শুভেন্দুকে। বিরোধী দলনেতার দাবি, রাজ্যপাল যা করছেন, তা নিজের সাংবিধানিক ক্ষমতার মধ্য়েই করছেন।

 রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য প্যানেলে তিন জনের নাম থাকা সত্ত্বেও কেন রাজীব সিনহাকেই বেছে নিয়েছেন রাজ্যপাল, তা নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন তিনি। এমনও বলতে শোনা গিয়েছিল, রাজ্যপালের হাতে যখন গোটা বিষয়টি ছিল, তখন তিনি পদক্ষেপ করেননি। তবে আজ রাজ্যপালের গুণগান করতে কোনও খামতি রাখলেন না বিরোধী দলনেতা। শুভেন্দুর বক্তব্য, রাজ্যপাল একজন অভিজ্ঞ আমলা। ভীষণ শিক্ষিত এবং একজন লেখকও বটে।

শুধু বাংলার রাজ্যপাল হিসেবে নয়, অতীতে কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও যে তিনি কাজ করছেন, সেই কথাও স্মরণ করিয়ে দেন শুভেন্দু।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ভয়াবহ-রূপ-নিচ্ছে-অসমের-বন্যা,৫-লক্ষ-মানুষ-ক্ষতিগ্রস্ত- Read Next

ভয়াবহ রূপ নিচ্ছে অসমের ব...