You will be redirected to an external website

অরিন্দম শীলের নয়া ফেলুদা এবার পরমব্রত, যমন্তকের মূর্তির খোঁজে অভিনেতা !

সিরিজে প্রদোষচন্দ্র মিত্র হিসেবে হাজির পরমব্রত। সংগৃহীত ছবি

অভিনেতা থেকে এবার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়। যমন্তকের মূর্তি নিয়ে ‘গ্যাংটকে গন্ডগোল’ সেই গন্ডগোলের সমাধান খুঁজতে মরিয়া ‘ফেলুদা’ পরমব্রত চট্টোপাধ্যায় হাজির ‘সাবাশ ফেলুদা’ নিয়ে। অরিন্দম শীলের নয়া ফেলুদা এবার পরমব্রত। ব্যোমকেশ, শবর, মিতিন মাসির পর এবার পরিচালক অরিন্দমের নজর ''সাবাশ ফেলুদা ''- তে । আর এই সিরিজে প্রদোষচন্দ্র মিত্র হিসেবে হাজির পরমব্রত। 

গোয়েন্দা গল্প নিয়ে বাঙালির ভালবাসা চিরন্তন। তাই অরিন্দম ওয়েব প্ল্যাটফর্মে নিয়ে আসছেন ফেলুদার কাহিনি । সিরিজে ‘ফেলুদা’ পরমব্রতর তোপসে হিসেবে দেখা যাচ্ছে ঋতব্রত মুখোপাধ্যায়কে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, রজতাভ দত্তর মতো অভিনেতারা । আগামী ৫ মে থেকে জি ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ‘সাবাশ ফেলুদা’।

এই সিরিজে পাহাড়ের ছোট ছোট সংস্কৃতিকে তুলে ধরেছেন অরিন্দম। সিরিজের অন্যতম আকর্ষণ যেমন এই সিরিজে রহস্য রোমাঞ্চের টান টান বুনোট থাকবে, তেমনই একটা বিশেষ সময়কালকেও তুলে ধরা হবে।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

স্বস্তির-বৃষ্টি-,কালো-মেঘে-ঢাকল-আকাশ,-বর্ষণ-রাজ্যের-বিভিন্ন-জেলাতেও Read Next

স্বস্তির বৃষ্টি ,কালো মে...