জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পরিণীতি চোপড়া
জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পরিণীতি চোপড়া। বিয়ে করছেন বলিউড অভিনেত্রী। গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে আম আদমি পার্টির নেতা তথা সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বাগ্দান সেরেছেন অভিনেত্রী। এ বার সাত পাক ঘোরার পালা। ২৪ সেপ্টেম্বর, রবিবার রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। দিদি প্রিয়ঙ্কা চোপড়ার পদাঙ্ক অনুসরণ করে রাজস্থানেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। তবে সেই বিয়ের অনুষ্ঠানে নাকি থাকছেন না প্রিয়ঙ্কা।
সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করেছেন নামজাদা গায়ক নবরাজ হংস। সঙ্গীতের জন্য নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়া জড়ানো থিম পার্টির আয়োজন করেছিলেন হবু দম্পতি। পাত্র নামজাদা রাজনীতিক, ফলে যুগলের বিয়ের অনুষ্ঠানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব।
রবিবার উদয়পুরে এসে পৌঁছলেন বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্র। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে নাকি মণীশের বানানো পোশাকই পরতে চলেছেন পরিণীতি। বাগ্দানের অনুষ্ঠানেও মণীশের ডিজ়াইন করা পোশাকে সেজেছিলেন অভিনেত্রী। দিদি প্রিয়ঙ্কা অবশ্য তাঁর বিয়ের পোশাকের জন্য বেছে নিয়েছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়কে। তবে গত কয়েক মাসে একাধিক বার মণীশের বাড়িকে দেখা গিয়েছে পরিণীতিকে। অনুরাগীদের ধারণা, সব্যসাচী নয়, মণীশের পোশাকেই সাত পাক ঘুরবেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, মণীশের সঙ্গে নাকি বলিউড পরিচালক কর্ণ জোহরকেও দেখা যেতে চলেছে পরিণীতির বিয়েতে।