You will be redirected to an external website

Kolkata Metro: ‘ভাসমান’ পাতাল স্টেশন! রক্ষণাবেক্ষণ নিয়েই প্রশ্ন পার্ক স্ট্রিটে

Kolkata-Metro:-‘ভাসমান’-পাতাল-স্টেশন!-রক্ষণাবেক্ষণ-নিয়েই-প্রশ্ন-পার্ক-স্ট্রিটে

পার্ক স্ট্রিটই যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির কারণ

সিঁড়ি দিয়ে নামার মুখেই নীচে তাকিয়ে থমকে যেতে হয়। শেষের কয়েকটি সিঁড়ি জলে ডুবে রয়েছে। তা পেরিয়ে এগোনোর চেষ্টা করা গেল। কিন্তু লাভ হল না বিশেষ। কারণ, যে দিকে চোখ যায়, শুধু জল আর জল। সেই জল প্রথমে হাঁটু, তার পর আরও একটু এগোতেই কোমর ছুঁয়ে ফেলল। সুড়ঙ্গের দেওয়াল বেয়ে একাধিক জায়গা দিয়ে হুড়হুড় করে জল ঢুকছে। দেখে মনে হচ্ছে, দেওয়ালে কোথাও চোরা ফাটল তৈরি হয়েছে। সোমবার সকালে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের এই ছবি অতীতের অতি বড় দুর্যোগেও কেউ দেখেছেন বলে মনে করতে পারছেন না। যদিও মেট্রো স্টেশনে জল ঢোকার ঘটনা একেবারে নতুন নয়। কিছু দিন আগের বৃষ্টিতেই পার্ক স্ট্রিট স্টেশন ভেসে গিয়েছিল।

সোমবার সকালে ৪ ঘণ্টা ১৪ মিনিট মেট্রো পরিষেবা বন্ধ ছিল পার্ক স্ট্রিট, ময়দান এলাকায়। মেট্রো চলছিল কেবল দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষের মধ্যে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রবিবার সারা রাত বৃষ্টি হয়েছে কলকাতায়। সোমবার সকালেও বৃষ্টির বিরাম নেই। যার জেরে এমনিতেই জলমগ্ন গোটা শহর।

সদুত্তর দিতে পারছেন না মেট্রো কর্তৃপক্ষও। মেট্রোরেলের সঙ্গে ১০ বছরেরও বেশি সময় ধরে যুক্ত এক কর্তা বলেন, ‘‘আমি এত বছর ধরে কাজ করছি, মেট্রো স্টেশনে জল ঢুকে পড়ছে, তাতে পরিষেবা বন্ধ করে দিতে হচ্ছে, এই পরিস্থিতি আগে কখনও দেখিনি। কিছু জায়গা থেকে কোনও ভাবে হুড়হুড় করে জল ঢুকছে। সেই জায়গাগুলি এখনও চিহ্নিত করা যায়নি। আপাতত আমাদের প্রাথমিক লক্ষ্য পরিষেবা স্বাভাবিক করা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Cyclone-Remal:-২১-ঘণ্টা-বন্ধ-থাকার-পর-কলকাতা-বিমানবন্দরে-চালু-হল-পরিষেবা Read Next

Cyclone Remal: ২১ ঘণ্টা বন্ধ থাকা...