You will be redirected to an external website

বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় !

বর্ধিত-পার্কিং-ফি--প্রত্যাহার-করেন-মুখ্যমন্ত্রী-মমতা-বন্দোপাধ্যায়-!

পার্কিং ফি প্রত্যাহার করল কলকাতা পুরসভা । সংগৃহীত ছবি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতকেই সায়। পার্কিং ফি প্রত্যাহার করল কলকাতা পুরসভা। । ১ এপ্রিল থেকে বর্ধিত হারে পার্কিং ফি বলবৎ করা হয়েছিল। পার্কিং ফি এক ধাক্কায় বাড়িয়ে দেওয়ার ফলে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সিদ্ধান্তই এদিন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে ফের পুরনো হারে পার্কিং ফি নেওয়া হবে।

গত ১ এপ্রিল কলকাতায় পার্কিং ফি-এর নতুন দাম নির্ধারণ করা হয়।। বলা হয় দু চাকা থেকে চার চাকা, বাস থেকে পণ্য়বাহী গাড়ি, সব ক্ষেত্রেই বর্ধিতহারে দিতে হবে পার্কিং ফি। আগে যেখানে প্রতি ঘণ্টায় মোটরবাইক রাখার জন্য় দিতে হত ৫ টাকা, এখন, সেখানে, প্রথম-দু-ঘণ্টার জন্য় ১০ টাকা। তিন ঘণ্টা রাখলে দিতে হবে ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য় ৬০ টাকা। ৫ ঘণ্টার জন্য় ৮০ টাকা। আর ৫ ঘণ্টা পেরিয়ে গেলে, তারপর ঘণ্টা পিছু দিতে হবে ৫০ টাকা করে। চারচাকা গাড়ির ক্ষেত্রে আগে ঘণ্টায় ১০ টাকা পার্কিং ফি দিতে হত। এবার প্রথম দু ঘণ্টার জন্য় ২০ টাকা। তিন ঘণ্টায় ৮০ টাকা।৪ ঘণ্টায় ১২০ টাকা। ৫ ঘণ্টায় ১৬০ টাকা এবং তারপর ঘণ্টা পিছু অতিরিক্ত ১০০ টাকা করে। পুরসভা সূত্রে খবর মেলে, অতিরিক্ত সময় গাড়ি পার্কিং লটে রাখার প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত। শুধু ২ চাকা বা চার চাকার ক্ষেত্রেই নয়। বাস ও পণ্য়বাহী গাড়ির ক্ষেত্রেও বেড়েছে পার্কিং চার্জ। 

বাস বা লরি রাখার জন্য় আগে যেখানে ঘণ্টাপিছু পার্কিং ফি ছিল ২০ টাকা। সেটা বেড়ে হয়েছে ৪০ টাকা। ৪ ঘণ্টা বাস বা লরির জন্য় এবার থেকে দিতে হবে ২৪০ টাকা। ৫ ঘণ্টায় ৩২০টাকা। ৫ ঘণ্টার পর ঘণ্টা পিছু অতিরিক্ত ২০০ টাকা করে। পুর কর্তাদের অনুমান, পার্কিং ফি বৃদ্ধির ফলে, যে বিপুল পরিমাণ গাড়ি রাস্তায় বের হয়, তার সংখ্য়া কিছু হলেও কমবে। বাতাসে দূষণের মাত্রাও কমবে।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তৃণমূল-দলীয়-কর্মসূচিতে-ডাকা-হয়-না-তৃণমূল-কর্মীদের-,-এমনটাই-দাবি-তৃণমূল-কর্মীদের-!- Read Next

তৃণমূল দলীয় কর্মসূচিতে ...