You will be redirected to an external website

জল থৈ থৈ নিউ ইয়র্কের রাস্তা, বৃষ্টিতে বিঘ্নিত বিমান, মেট্রো পরিষেবা

জল-থৈ-থৈ-নিউ-ইয়র্কের-রাস্তা,-বৃষ্টিতে-বিঘ্নিত-বিমান,-মেট্রো-পরিষেবা

বৃষ্টিতে বিধ্বস্ত নিউ ইয়র্কের একাংশ

বৃষ্টিতে বিধ্বস্ত নিউ ইয়র্কের একাংশ। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শহরে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। নিউ ইয়র্কে শুক্রবার সারা দিন মুষলধারে বৃষ্টি হয়েছে। গত কয়েক দশকে এক দিনে এত বৃষ্টি বেশ বিরল। শুধু নিউ ইয়র্ক নয়, আমেরিকার উত্তর-পূর্ব অঞ্চল জুড়েই ভারী বৃষ্টি হয়েছে। রাতভর এই বৃষ্টিতে নিউ ইয়র্কের একাধিক রাস্তা ডুবে গিয়েছে। জল ঠেঙিয়ে চলছে গাড়ি। লোকজন জল এড়াতে রাস্তার ধারের রেলিংয়ে উঠে পড়ছেন— এমন ছবিও দেখা গিয়েছে।

জলমগ্ন নিউ ইয়র্কের কয়েকটি ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে শুক্রবার থেকেই। সেখানে রাস্তার জমা জল দেখে কলকাতা বা মুম্বইয়ের সঙ্গে নিউ ইয়র্ককে আলাদা করা যাচ্ছে না। জল পেরিয়ে রাস্তায় হাঁটছেন মানুষ। মেট্রো স্টেশনের ছাদ থেকে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টির জল। দেখা গিয়েছে, সাবওয়ের সিঁড়ি দিয়ে ঝর্নার মতো জল গড়াচ্ছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

বাংলার বঞ্চিতদের নিয়ে দ...