You will be redirected to an external website

Partha Chatterjee: মিলল না মুক্তি, ১ বছর ৯ মাস পরও জেলেই থাকতে হচ্ছে পার্থকে

Partha-Chatterjee:-মিলল-না-মুক্তি,-১-বছর-৯-মাস-পরও-জেলেই-থাকতে-হচ্ছে-পার্থকে

১ বছর ৯ মাস পরও জেলেই থাকতে হচ্ছে পার্থকে

অসুস্থতা সহ একাধিক যুক্তিতে নিম্ন আদালতে বারবার জামিনের আবেদন জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ধোপে টেকেনি কোনও যুক্তিই। এক বছরেরও বেশি সময় গারদেই কাটিয়ে ফেলেছেন তিনি। কিন্তু জামিনের আশা ক্রমেই ক্ষীণ হয়েছে। এবার হাইকোর্টেও কোনও আশার আলো দেখলেন না পার্থ চট্টোপাধ্যায়। খারিজ হয়ে গেল জামিনের আবেদন।

২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ফ্ল্য়াট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হওয়ার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। প্রথমে ইডি গ্রেফতার করলেও, সিবিআই হেফাজতেও কাটাতে হয় তাঁকে। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। ১ বছর ৯ মাস কেটে গিয়েছে।

অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে পার্থর কোনও সম্পর্ক নেই, এই যুক্তি আদালতে বারবার দেওয়ার চেষ্টা করেছিলেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু সেই যুক্তি ধোপে টেকেনি। তৃণমূল সাংসদ শান্তনু সেনের দাবি, তৃণমূল কংগ্রেসের আমলেই এটা সম্ভব হয়েছে। একজন মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। বাম আমলে এটা সম্ভব ছিল না বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে, তাতেই নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি ও সিবিআই দুই সংস্থার চার্জশিটেই উঠে এসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-নাম-না-করে-বিজেপি-‘ঘনিষ্ঠতা’-নিয়ে-অধীরকে-খোঁচা-মমতার Read Next

Mamata Banerjee: নাম না করে বিজেপি ...