You will be redirected to an external website

Weather: হেমন্তেই একাধিক রাজ্যে বৃষ্টি! কালীপুজোর সময়ে কেমন থাকবে আবহাওয়া

Weather:-হেমন্তেই-একাধিক-রাজ্যে-বৃষ্টি!-কালীপুজোর-সময়ে-কেমন-থাকবে-আবহাওয়া

আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

হেমন্তের আবহাওয়া রাজ্যে। অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুতে তাপমাত্রার ওঠানামা থাকবে। ৩ ডিগ্রি তাপমাত্রা নেমে আবার দুই ডিগ্রি থেকে তাপমাত্রা বাড়বে আগামী সাত দিনে। আবহাওয়ার খামখেয়ালিপনায় স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা।লক্ষ্মীপুজোয় মনোরম পরিবেশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ কলকাতায়। কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু-তিন দিন রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।জেলায় জেলায় শীতের আমেজ। মনোরম পরিবেশ শুষ্ক আবহাওয়া। পশ্চিমের জেলায় তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে। আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে। 

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুকনো বাতাস; জলীয়বাষ্প ক্রমশ কমবে। দক্ষিণা বাতাসের দিন শেষ। ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া।দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় সকাল সন্ধ্যা শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ক্রমশই বাড়তে থাকবে।নভেম্বর মাসের শুরু থেকে ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন। 

উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ক্রমশ শুকনো বাতাস জলীয়বাষ্প কমাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া। বেলা বাড়লে সামান্য গরম ও জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mukesh-Ambani:-ই-মেলের-মাধ্যমে-প্রাণনাশের-হুমকি-মুকেশ-আম্বানিকে-! Read Next

Mukesh Ambani: ই-মেলের মাধ্যমে প্...