You will be redirected to an external website

Padma Bridge: আগামী সপ্তাহেই পদ্মা সেতুর উপর দিয়ে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল

Padma-Bridge:-আগামী-সপ্তাহেই-পদ্মা-সেতুর-উপর-দিয়ে-চালু-হচ্ছে-যাত্রীবাহী-ট্রেন-চলাচল

আগামী সপ্তাহেই পদ্মা সেতুর উপর দিয়ে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল

পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু বাংলাদেশের যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। ২০২২ সালের জুনে এই সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর থেকেই দেশবাসীর মন জয় করে নিয়েছে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি। এবার এই সেতুর (Padma bridge) উপর দিয়ে ট্রেন চলাচল (Train services) শুরু হতে চলেছে।

আগামী ১ নভেম্বর, বুধবার থেকে পদ্মা সেতুর উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। বাংলাদেশ রেল মন্ত্রকের তরফে এমনই জানানো হয়েছে। পদ্মা সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর বিষয়ে ইতিমধ্যে অনুমোদন মিলেছে।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে পদ্মা সেতুর উপর দিয়ে খুলনা-ঢাকা-খুলনা সুন্দরবন এক্সপ্রেস চলবে। এই ট্রেনটি সাধারণত বঙ্গবন্ধু রেল সেতুর উপর দিয়ে যায়। এবার রুট সামান্য বদল করে পদ্মা সেতুর উপর দিয়ে যাবে। 

পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল নিয়ে সাধারণ মানুষের আগ্রহের অন্ত নেই। তাই সুন্দরবন এক্সপ্রেসের টিকিট বুকিংয়ের হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। সুন্দরবন এক্সপ্রেস রুট কিছুটা বদল করে পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ায় ভাড়াও কিছুটা পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনে ঢাকা থেকে খুলনা পর্যন্ত সর্বনিম্ন ভাড়া করা হয়েছে ৪১৫ টাকা। চেয়ার কারের ভাড়া ৫০০ টাকা। প্রথম শ্রেণির আসনের ভাড়া ৬৬৫ টাকা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-৫০-দিন-পর-নবান্নে-গেলেন-মমতা,-অনুরাগীদের-উদ্দেশ্যে-নাড়লেন-হাত Read Next

Mamata Banerjee: ৫০ দিন পর নবান্নে ...