You will be redirected to an external website

দিনভর ট্রেন বাতিলে চরম দুর্ভোগ হাওড়া-বর্ধমান শাখার যাত্রীদের,মিটছে না ভোগান্তি

দিনভর-ট্রেন-বাতিলে-চরম-দুর্ভোগ-হাওড়া-বর্ধমান-শাখার-যাত্রীদের,মিটছে-না-ভোগান্তি

দিনভর ট্রেন বাতিলে চরম দুর্ভোগ হাওড়া-বর্ধমান শাখার যাত্রীদের

বর্ধমান-হাওড়া কর্ড লাইনে বেলানগর স্টেশনে ইলেক্ট্রনিক ইন্টারলকিংয়ের বদলের কাজের জন্য শনিবার রাত ১২ টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত (অর্থাৎ ২৬ মার্চ দিনভর) বর্ধমান-হাওড়া কর্ড লাইনের সমস্ত লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে রবিবার সকাল থেকেই  ব্যাহত হচ্ছে বর্ধমান-হাওড়া কর্ড লাইনের ট্রেন পরিষেবা। চলছে কিছু স্পেশ্যাল ট্রেন। চরম অসুবিধার মধ্যে পরতে হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীদের। অনেককেই মেইন লাইন হয়ে ঘুরে যেতে হচ্ছে। কিংবা স্পেশাল ট্রেনে ডানকুনি পর্যন্ত গিয়ে বাস কিংবা অন্য কোন পরিবহনের ভরসা করতে হচ্ছে গন্তব্যে পৌঁছাতে।

সকালে কাজে বেরিয়ে ছিলেন নিত্যযাত্রী দীপক চৌধুরী। বর্ধমান স্টেশনে এসে ট্রেন ধরতে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি। বললেন, “যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। এখন তো অনেককেই মেন লাইন দিয়ে যেতে হচ্ছে। যাঁরা হাওড়া যাচ্ছেন তাঁদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ট্রেন কম। যে কটা স্পেশ্যাল চলছে সেগুলিও ডানকুনি পর্যন্ত যাচ্ছে। যাঁরা হাওড়া যাচ্ছেন তাঁদের সেখানে নেমে বাস বা অন্য কোনও গাড়ি ধরতে হচ্ছে।” এদিকে বেলানগর স্টেশনে কাজের জন্য রেলের পক্ষ থেকে কয়েকটি দূরপাল্লার ট্রেনেরও রুট বদল করা হয়েছে। পাশাপাশি কর্ড লাইনে চলাচল করে এমন দূরপাল্লার কয়েকটি ট্রেনকে মেন লাইন দিয়ে অর্থাৎ ব্যান্ডেল হয়ে চলাচল করানো হচ্ছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:এপ্রিলের-প্রথম-সপ্তাহে-ফের-অনুব্রতহীন-বীরভূমে-যেতে-পারেন-মমতা Read Next

Mamata Banerjee:এপ্রিলের প্রথম সপ...