You will be redirected to an external website

Kolkata Metro: টালিগঞ্জে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা! ভোগান্তির শিকার যাত্রীরা

Kolkata-Metro:-টালিগঞ্জে-মেট্রোর-সামনে-ঝাঁপ-দিয়ে-আত্মহত্যার-চেষ্টা!-ভোগান্তির-শিকার-যাত্রীরা

টালিগঞ্জে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা!

শুক্রবার সন্ধ্যায় মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনে আচমকাই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। তবে মেট্রো কর্মী এবং আরপিএফের তৎপরতায় প্রাণহানির ঘটনা ঘটেনি। এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য আপ লাইনের মেট্রো পরিষেব নিয়ন্ত্রণ করা হয়।

মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা ৬ টা ২ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। মেট্রোচালক সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড় করিয়ে দেন। আট মিনিটের চেষ্টায় প্রাণ বেঁচে যায় মহিলার। মেট্রো রেলের তরফে ওই মহিলার পরিচয় প্রকাশ করা হয়নি। তাঁকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, মহিলার শরীরের সামান্য চোট ছিল।

প্রত্যক্ষদর্শীদের কথায়, দমদমগামী এক মেট্রোর সামনে আচমকাই লাফ মারেন ওই মহিলা। তবে তিনি বেঁচে আছেন। ট্রেনের সামনেই লাইনের উপরেই পড়েছিলেন তিনি। মোক্ষম মুহূর্তে চালক ব্রেক কষায় বেঁচে যান। তাঁকে উদ্ধার করে স্ট্রেচারে করে নিয়ে গিয়েছেন মেট্রো কর্মীরা। তবে এই ঘটনার পর ওই যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Rain-Forecast:-স্বস্তি-আনতে-চলেছে-জোড়া-ঘূর্ণাবর্ত,-কোন-কোন-জেলায়-বৃষ্টি-হতে-পারে Read Next

Rain Forecast: স্বস্তি আনতে চলেছে...