You will be redirected to an external website

Kolkata Traffic Police: ট্র্যাফিক আইন ভাঙলে ইউপিআই অ্যাপে জরিমানা

Kolkata-Traffic-Police:-ট্র্যাফিক-আইন-ভাঙলে-ইউপিআই-অ্যাপে-জরিমানা

ট্র্যাফিক আইন ভাঙলে ইউপিআই অ্যাপে জরিমানা

ট্র্যাফিক আইন ভেঙে পুলিশের হাতে ধরা পড়লে এ বার ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে মেটানো যাবে স্পট ফাইন। গত শুক্রবার থেকে পরীক্ষামূলক ভাবে কলকাতা ট্র্যাফিক পুলিশের চারটি গার্ডের সার্জেন্টরা ওই অ্যাপের মাধ্যমে ঘটনাস্থল থেকে জরিমানা নেওয়া শুরু করেছেন।

লালবাজার সূত্রের খবর, জোড়াবাগান, হাওড়া ব্রিজ, সাউথ ও হেড কোয়ার্টার ট্র্যাফিক গার্ডে এখন এনআইসি ই-চালান চালু রয়েছে। ওই গার্ডগুলির সার্জেন্টদের হাতে রয়েছে টাকা মেটানোর যন্ত্র (ইপস মেশিন)। যার মাধ্যমে এনআইসি ই-চালান দিয়ে ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ চাইলে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে স্পট ফাইন দিতে পারেন। তবে নেটওয়ার্কের সমস্যায় কিছু ঝক্কি হচ্ছে।

সেটা দূর করতেই ইউপিআই পেমেন্ট অ্যাপে স্পট ফাইন জমা দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। ইপস মেশিনে কিউআর কোড স্ক্যান করলেই অভিযুক্তের অ‌্যাকাউন্ট থেকে সরকারি তহবিলে চলে যাবে জরিমানার টাকা।কলকাতা পুলিশের এক কর্তা জানান, কয়েক দিনের মধ্যে ইপস মেশিন বাকি ট্র্যাফিক গার্ডকে দেওয়া হবে। যাতে এনআইসি ই-চালানের মাধ্যমে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা নেওয়া যায়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

৪০-দিনের-মাথায়-জামিন-পেলেন-আইএসএফ-বিধায়ক-নওশাদ-সিদ্দিকি-সহ-৬৪-জন Read Next

৪০ দিনের মাথায় জামিন পেল...