You will be redirected to an external website

তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা হাইকোর্টে!

অপরূপার বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি হাইকোর্টে ! সংগৃহীত ছবি

এবার তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে মামলা হল কলকাতা হাইকোর্টে ৷ এই অভিযোগ তুলে মামলা করেছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি ৷ এ নিয়ে সোমবার তরুণজ্যোতি তিওয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি মামলা করার সম্মতি দিয়েছেন । আগামী ২৬ এপ্রিল সেই মামলার শুনানির সম্ভাবনা ।

গ্রুপ সি নিয়োগের  তালিকা ধরে বেআইনি নিয়োগের অভিযোগ! এবার তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের  বিরুদ্ধে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । প্রসঙ্গত, কিছুদিন আগে অপরূপার সাংসদ প্যাডে গ্রুপ–সি নিয়োগের তালিকা ধরে অনিয়ম করে নিয়োগের অভিযোগ তোলা হয়েছিল। বলা হয়েছিল অপরূপার তালিকায় যেসব চাকরিপ্রার্থীরা ছিলেন তাদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে। এই নিয়েই এবার মামলার অনুমতি দিয়েছে আদালত।

অভিযোগ, অপরূপা একটি তালিকা দিয়েছিলেন। সেই তালিকায় থাকা প্রার্থীদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে। ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর নিজের প্যাডে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সুপারিশ করেন এই সাংসদ। সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তরুনজ্যোতি তিওয়ারি। আইনজীবীর দাবি, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার স্কুলে গ্রুপ সি-সহ অন্যান্য নিয়োগে জড়িত। কিছুদিন আগে নারদ মামলার অভিযুক্ত অপরূপা পোদ্দার এফআইয়ার থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । ২০১৪ সালের ঘটনা সেটি। ওই ঘটনায় সিবিআইয়ের এখনও তদন্ত শেষ হয়নি । তবে সাংসদের আবেদনে সাড়া দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অভিষেককে-'অভিনন্দন'-বার্তা-মমতার!-অভিষেকের-নেতৃত্বে-আজ-থেকেই-শুরু-বিশেষ-কর্মসূচি Read Next

অভিষেককে 'অভিনন্দন' বার্...