সেপ্টেম্বরে পুণ্যার্থীরা কৈলাস পর্বত দর্শনে যেতে পারবেন
জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। এ বার কৈলাস যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে উত্তরাখণ্ড সরকার। রাজ্য প্রশাসন সূত্রে খবর, আগামী সেপ্টেম্বর থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কৈলাস যাত্রার পথ। ভারত হয়েই কৈলাসে যেতে পারবেন পুণ্যার্থীরা।
বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। পিথোরাগড়ের নভিধাংয়ের কেএমভিএন হাট থেকে ভারত-চিন সীমান্তে লিপুলেখ পাস পর্যন্ত রাস্তা তৈরির কাজ চলছে। বিআরও সূত্রে খবর, আগামী সেপ্টেম্বরের মধ্যে সেই কাজ শেষ করার জোরকদমে প্রস্তুতি চলছে।
বিআরও-র ডায়মন্ড প্রকল্পের মুখ্য ইঞ্জিনিয়ার বিমল গোস্বামী বলেন, “কেএমভিএন হাট থেকে লিপুলেখ পাস পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে। এই রাস্তা নির্মাণের কাজ শেষ হলে ‘কৈলাস ভিউ পয়েন্ট’ দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা।” গোস্বামী আরও জানান, পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ চলছে, আবহওয়া যদি অনুকূল থাকে, তা হলে সেপ্টেম্বরেই কাজ শেষ করা যাবে।