মৃতদেহের সঙ্গে ইলেকট্রিক চুল্লিতে দেওয়া যাবে না বালিশ-তোশক
শবদাহের সময় চুল্লিতে দেওয়া যাবে না কোনও রকম তোশক, লেপ, বালিশ। সম্প্রতি কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন এই নির্দেশিকা জারি করেছেন। গত কয়েক বছর ধরে পুরসভার কাছে অভিযোগ জমা পড়েছিল, যে শবদেহের সঙ্গে শ্মশানের ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে লেপ, বালিশ ও তোশক। সাধারণ মানুষের এমন অজ্ঞতার কারণে ইলেকট্রিক চুল্লি নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কলকাতা পুরসভাকে। ফলে কখনও চুল্লি পুরোপুরি বিকল হয়ে যাচ্ছে। আবার কখনও শ্মশানের চুল্লিতে লাগানো দূষণ নিয়ন্ত্রক যন্ত্র কাজ করছে না। যার প্রভাবে কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে শ্মশানের চারপাশের এলাকা, ছড়াচ্ছে দুর্গন্ধও।
কলকাতা পুরসভার নির্দেশিকায় বলা হয়েছে, লেপ, তোশক, বালিশ জাতীয় জিনিস ইলেকট্রিক চুল্লিতে দেওয়ার ফলে দূষণ বাড়ছে। ফলে শহরের পরিবেশ বিপজ্জনক হয়ে উঠছে। বালিশ-তোশক পোড়া কালো ধোঁয়া শহরের বাসিন্দাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলেও উল্লেখ করা হয়েছে। তাই মৃতদেহের সঙ্গে আর লেপ, বালিশ, তোশক জাতীয় জিনিস চুল্লিতে দেওয়া যাবে না।
বর্তমানে কলকাতা পুরসভার অধীনে সাতটি শ্মশান রয়েছে। দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশান, উত্তর কলকাতায় নিমতলা শ্মশান ছাড়াও রয়েছে শ্রীশ্রী রামকৃষ্ণ মহাশ্মশান, স্ট্যান্ড ব্যাঙ্ক রোডে কাশী মিত্র ঘাট শ্মশান, বোড়ালের গড়িয়া মহা শ্মশান, শিরিটি শ্মশান, বীরজুনাওয়ালা শ্মশান। প্রতিটি শ্মশানে দূষণ কমাতে ইলেকট্রিক চুল্লির বন্দোবস্ত করা হয়েছে।