You will be redirected to an external website

Coromandal Express:বুধে কাটল অভিশাপের স্তব্ধতা,সত্যিই কি নিরাপদ যাত্রীরা!

স্বাভাবিক অবস্থায় ফিরল করমন্ডল এক্সপ্রেস! সংগৃহীত ছবি

দুর্ঘটনার পরই করমন্ডল হয়ে উঠেছিল মৃত্যুমন্ডল এক্সপ্রেস তার ঠিক পাঁচ দিন পর ট্র্যাকে ফিরছে করমন্ডল এক্সপ্রেস । দুর্ঘটনার ফলেই বাতিল রয়েছে বহু ট্রেন । আজ দুপুরে   ৩টে বেজে২০ মিনিটে হাওড়ার শালিমার থেকে ছাড়বে চেন্নাইগামী ট্রেনটি। এর পাশাপাশি, আজ চেন্নাই থেকে শালিমার পর্যন্ত একটি ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। আগামীকাল সকাল ১০টা ৪০-এ ট্রেনটি শালিমার পৌঁছবে। চেন্নাই থেকে ছেড়ে মাঝে বালেশ্বর, খড়গপুর ও সাঁতরাগাছিতে দাঁড়াবে এই স্পেশাল ট্রেন। 

নতুন করে হতাহতের সংখ্যা যাচাই করে দেখা হয়েছে। তাতেই বেড়েছে পরিসংখ্যান। ২৮৮-র মধ্যে এখনও পর্যন্ত ২০৫টি দেহ শনাক্ত করা গিয়েছে বলে জানান তিনি।তবে এখনও মর্গে ৮৩ দেহ জমা রয়েছে, যেগুলি শনাক্ত করা যায়নি। জেনা বলেন, “সরকারের তরফে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। অনেক ফোনও আসছে। আমরা আশাবাদী যে, বাকি দেহগুলিও শীঘ্রই শনাক্ত করা সম্ভব হবে এবং পরিবার-পরিজনদের হাতে তুলে দেওয়া হবে।”!

বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস, পুরী-শালিমার এক্সপ্রেস, পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস, হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল ও পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস। পাশাপাশি, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস ঘুরপথে ঝাড়সুগুদা দিয়ে চালানো হচ্ছে।অন্য দিকে, ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যায় ফের সংশোধন করেছে ওড়িশা সরকার। ২৭৫ থেকে বাড়িয়ে এ বার ২৮৮ দেখানো হল। রাজ্যের মুখ্যসচিব পিকে জেনা মঙ্গলবার এই পরিসংখ্যান তুলে ধরেন

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

ফিরহাদের দফতরে CBI হানা, রা...