You will be redirected to an external website

Narendra Modi: এ বার মোদী! প্রধানমন্ত্রীর কবিতা নিয়ে বলিউডের গান

Narendra-Modi:-এ-বার-মোদী!-প্রধানমন্ত্রীর-কবিতা-নিয়ে-বলিউডের-গান

কবিতা লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কবিতা লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর লেখা এ বার জায়গা করে নিল বলিউডে। তৈরি হল মিউজ়িক ভিডিয়ো। সামনেই নবরাত্রি। সেই উপলক্ষে মোদীর কবিতা মুক্তি পেল গায়িকা ধ্বনি ভানুশালীর কণ্ঠে— ‘গর্ব’। নবরাত্রিতে মায়ের ‘আরাধনা’য় যে সঙ্গীত পরিবেশিত হয়, তাকেই গুজরাতিতে ‘গর্ব’ বলা হয়। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘ দিন পর তিনি আবার লেখালিখি শুরু করেছেন। খুব শীঘ্রই সে সব প্রকাশ্যে আনবেন তিনি। মোদীর কবিতায় সুর বসানো গান প্রকাশ্যে আসতেই অনেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলেছেন।

সামনেই নবরাত্রি, তার আগে মুক্তি পেয়েছে ধ্বনির গান ‘গর্ব’। সেই গানেরই একটি ছোট্ট অংশ নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে পোস্ট করে গায়িকা ধ্বনিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। কারণ ধ্বনির ওই মিউজ়িক ভিডিয়োর গীতিকার মোদী। তাঁর লেখায় সুর করছেন তানিশ্‌ক বাগচী। গায়িকা ধ্বনির প্রশংসা করে মোদী লিখেছেন, ‘‘ধ্বনি ও তানিশ্‌ক, আপনাদের গোটা টিমকে শুভ কামনা গর্বের এই নতুন ভার্সনের জন্য। আমি বহু বছর আগে যে গান লিখেছিলাম, সেটা আপনারা দারুণ ভাবে আপনারা উপস্থাপন করেছেন।

মোদীর লেখা প্রসঙ্গে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী জানান, নবরাত্রির সময় ন’দিন ধরে ‘মাতাজি’র আরাধনায় যে সঙ্গীত পরিবেশিত হয়, তাকে গর্বা বলা হয়। তাঁর কথায়, ‘‘ওই ন’দিন ধরে আমরা দেবী মায়ের প্রার্থনা করি। সেই উপলক্ষে ডান্ডিয়া (নাচ)ও হয়। সেই সময় যে গান গাওয়া হয় তাকে গর্বা বলে। প্রধানমন্ত্রী সেই রকমই একটি লেখা লিখেছেন। সেই কবিতা মায়ের আরাধনা সঙ্গীত হিসাবে মুক্তি পেয়েছে।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অপারেশন-অজয়:-ইজ়রায়েলে-আটকে-থাকা-আরও-৪৭১-জন-দেশে-ফিরলেন Read Next

অপারেশন অজয়: ইজ়রায়েলে আ...