You will be redirected to an external website

বিমানের শৌচালয়ে সুখটানের বিপত্তিতেই পুলিশের হাতে হাতকড়া পড়লেন এক বিমান যাত্রী !

বিমানের-শৌচালয়ে-সুখটানের--বিপত্তিতেই-পুলিশের-হাতে-হাতকড়া-পড়লেন-এক-বিমান-যাত্রী-!

বিমানে ধূমপান করা যাত্রীর যুক্তিতে তাজ্জব পুলিশ । প্রতীকী ছবি

জীবনে প্রথম বার বিমান সফর করছেন। মাঝ আকাশে তখন বিমান, আচমকাই বিমানের শৌচাগার থেকে বিপদসঙ্কেত । প্রথমবার বিমান ভ্রমণে ধূমপান করে ধরা খেলেন এক যাত্রী। ওই যাত্রী বিমানের শৌচাগারে বসে ধূমপান করেছিলেন। ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষকে যাত্রী জানিয়েছেন, বিমানে যে ধূমপান নিষিদ্ধ তা জানা ছিল না তার।

পুলিশ সূত্রে খবর, প্রবীণ এক বয়স্ক আত্মীয়কে নিয়ে বেঙ্গালুরু আসছিলেন। কথা ছিল, অপর এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দেবেন। কিন্তু বিমান যখন মাঝ আকাশে, প্রবীণ আসন ছেড়ে উঠে শৌচাগারে বিড়ি ধরান। ধোঁয়ায় বিমানের বিপদঘণ্টি বেজে ওঠে। আটক করা হয় প্রবীণকে। প্রবীণ জানান, তিনি নিয়মিত ট্রেনে যাতায়াত করলেও বিমানে এই প্রথম সফর করছেন। ট্রেনের শৌচাগারে গিয়ে নিয়মিত ধূমপান করতে অভ্যস্ত প্রবীণ। পাশাপাশি, তাঁর ধারণাতেও ছিল না বিমানের ক্ষেত্রে নিয়মে ব্যাপক কড়াকড়ি রয়েছে। স্বভাবতই, বিমানের শৌচাগারে গিয়ে ধূমপান করতে থাকেন তিনি। তাতেই ধরা পড়ে যান।

প্রবীণ কুমার বিমানের শৌচাগারে যেতেই সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। বেঙ্গালুরুতে বিমান অবতরণ করতেই সেখানে গ্রেফতার করা হয় অভিযুক্ত ওই যাত্রীকে । ট্রেনে যাতায়াতের সময় শৌচাগারে গিয়ে বিড়ি খাওয়া অভ্যাস। একইভাবে বিমানের শৌচাগারে গিয়ে ধূমপান করতে গিয়েছিলেন। তাতেই বিপত্তি ঘটে যায়। তাঁর জানা ছিল না বিমানে এতখানি কড়াকড়ি ।তখনই হাতেনাতে ধরে ফেললেন বিমানকর্মীরা। তারপরই শ্রীঘরে গ্রেফতার ওই বিমান যাত্রী ।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কটক-থেকে-গ্রেফতার-এগরা-বিস্ফোরণকাণ্ডের-মূল-অভিযুক্ত-ভানু Read Next

কটক থেকে গ্রেফতার এগরা ব...