You will be redirected to an external website

শুভ্রাংশুর অভিযোগ পেয়েই বিজেপি নেতাকে থানায় তলব !

শুভ্রাংশুর-অভিযোগ-পেয়েই-বিজেপি-নেতাকে-থানায়-তলব--!

মুকুল রায়ের দিল্লিযাত্রার পিছনে যুক্ত রয়েছেন পীযূষবাবু? সংগৃহীত ছবি

দিল্লি গিয়েছেন মুকুল রায়। তাঁর রাজধানী-যাত্রায় ‘রহস্য’ দেখছেন পুত্র শুভ্রাংশু। এ নিয়ে তিনি থানায় অভিযোগও করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিজেপির নেতা  দক্ষিণ দমদম  পীযূষ কানোরিয়াকে তলব করে এয়ারপোর্ট থানার পুলিশ।

তলব পেয়ে মঙ্গলবার পীযূষবাবু থানায় পৌঁছন। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। মুকুল যখন বিজেপিতে ছিলেন, তখন তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন পীযূষবাবু।বিধাননগর পুলিশ সূত্রের খবর, মুকুল রায়ের দিল্লিযাত্রার পিছনে পীযূষবাবু যুক্ত। কিছু সূত্র মারফত পুলিশ বিষয়টি জানতে পেরেই ডাকে পীষূষবাবুকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও পীযূষবাবু এই ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন

সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে বিমানে ্লি পৌঁছন মুকুল। যদিও তাঁর পুত্র শুভ্রাংশু বাবার ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে এয়ারপোর্ট ও বীজপুর থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার এ নিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন শুভ্রাংশু। সেখানে তিনি বলেন, ‘‘আমি এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং থানাকে চিঠি লিখেছি। জানিয়েছি, দু’জন আমাকে না জানিয়ে বাবাকে নিয়ে চলে গিয়েছে। আমি এরায়পোর্টের ম্যানেজার এবং থানার আইসিকে বলেছিলাম, বাবাকে বিমান থেকে নামিয়ে আনতে। কিন্তু তা হয়নি।’’

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তীব্র-দাবদাহে-নাজেহাল-অবস্থা-রাজ্যের,তাপপ্রবাহে-পুড়বে-দক্ষিণবঙ্গ,-বাড়তি-সতর্কতা-পাঁচ-জেলায় Read Next

তীব্র দাবদাহে নাজেহাল অ...