‘৩ মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে’, ঘোষণা অভিষেকের
৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। শেষ বেলার প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। শনিবার ধূপগুড়িতে প্রচারে গিয়ে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে পৃথক মহকুমা করা হবে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।
এদিন ধূপগুড়িতে প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। আমি কথা দিয়ে গেলাম। ৩ মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করার দায়-দায়িত্ব এই সভা থেকে আমি কাঁধে তুলে নিলাম।” অভিষেকের ঘোষণায় হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার দাবি অনেকদিনের। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময়ও এই দাবি উঠেছিল। এবার উপনির্বাচনের প্রাক্কালেও একই দাবিতে সরব হয়েছে একাধিক সংগঠন।