You will be redirected to an external website

মমতার চোট নিয়ে শুরু ‘রাজনীতি’ ভোট এলেই আঘাত?

মমতার-চোট-নিয়ে-শুরু-‘রাজনীতি’-ভোট-এলেই-আঘাত?

মমতার চোট নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা

জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় পা ও কোমরে চোট পান মমতা। কলকাতায় ফিরে নিজের গাড়িতে চেপেই সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে ঢোকার পথে হুইলচেয়ার না নিলেও তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। অর্থাৎ তাঁর হাঁটার সমস্যা স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়। তাঁর চোট কতখানি গুরুতর, তা জানতে বেশ কিছু পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। তবে মমতার চোট নিয়ে খোঁচা দিতে শুরু করে দিয়েছেন বিরোধী নেতারা।

 চোট নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। রাজ্যে নির্বাচনের ঢাকে কাঠি পড়লেই কেন পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী? একসুরে প্রশ্ন তুলেছে বিরোধীরা। মমতার চোট নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি সুকান্ত মজুমদার, মহম্মদ সেলিম।

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্ন, “ভোট এলেই কেন বারবার পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী? বারবার পায়ে চোট মানেই শুভ লক্ষণ নয়,” এরপরই যোগ করেন, “সবথেকে বড় চোট কোথায় জানেন, তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী যা বলেছেন, তাতে মুখ্যমন্ত্রীর রক্তচাপ বাড়ার কথা ছিল।” তবে মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতাও কামনা করেন সুকান্ত।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

নিয়োগ-দুর্নীতি-মামলায়-যুব-তৃণমূল-নেত্রী-ও-অভিনেত্রী-সায়নী-ঘোষকে-তলব-ইডির Read Next

নিয়োগ দুর্নীতি মামলায় ...