You will be redirected to an external website

S. Jaishankar: কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে পুজো দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

S.-Jaishankar:-কাঠমান্ডুর-পশুপতিনাথ-মন্দিরে-পুজো-দিলেন-বিদেশমন্ত্রী-এস-জয়শঙ্কর

নেপালের মন্দিরে সফর শেষে পুজো জয়শঙ্করের

নেপাল সফরের শেষ দিন, শুক্রবার কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে পুজো দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দু’দেশের মঙ্গল কামনায় একটি চারাগাছ রোপণও করেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “আমাদের দু’দেশের মঙ্গল এবং বন্ধনের জন্য প্রার্থনা করেছি।”

এর আগে কাঠমান্ডুতে ভারত-নেপাল যৌথ কমিশনের সপ্তম বৈঠকে জয়শঙ্কর ও নেপালের বিদেশমন্ত্রী এন পি সৌদ যৌথ ভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে দু’দেশের মধ্যে বিদ্যুৎ সম্পর্কিত একটি দীর্ঘমেয়াদি চুক্তি ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বিনিয়োগ বৃদ্ধির চুক্তি স্বাক্ষরিত হয়।

তিন মাস আগে ১২টি চুক্তি সই করেছে চিন ও নেপাল। চিন-নেপাল সেই ঘনিষ্ঠতা অস্বস্তির কারণ সাউথ ব্লকের।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Kangana-Ranuat-:-রামমন্দির-উদ্বোধনে-আমন্ত্রণ-পেলেন-অভিনেত্রী-কঙ্গনা Read Next

Kangana Ranuat : রামমন্দির উদ্বোধ...