ধেয়ে আসছে তোলপাড় করা ঘৃর্ণিঝড় !
সপ্তাহান্তেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত, তবে ঘূর্ণিঝড় সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে ৭ মে, রবিবার। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর শনিবার (৬ মে) একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পরবর্তী সময়ে সেটি নিম্নচাপ ও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর ৯ তারিখ মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহবিদরা জানিয়েছেন, ৭ মে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের। সেই নিম্নচাপ ৮ মে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার পরে ৯ মে শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি। যদিও শেষ পর্যন্ত কোথায় সেই ঘূর্ণিঝড় (পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেন যার নাম দিতে পারে ‘মোকা’) ভূখণ্ডে আছড়ে পড়বে তা জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। শেষ পর্যন্ত কোথায় ল্যান্ডফল হবে বা তা কতটা শক্তিশালী হবে, তার দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।
ঘূর্ণাবর্তের প্রভাব রবিবার থেকেই বোঝা যাবে আন্দামান এবং নিকোবরে। রবিবার থেকে সেখানে বৃষ্টি শুরু হতে পারে। সোমবার থেকে আন্দামান ও নিকোবরের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। আন্দামান নিকোবরের মৎস্যজীবীদের ৭ থেকে ১১ মে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যাঁরা এখন সমুদ্রে গিয়েছেন, তাঁদের ৭ মে-র মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।