সপরিবারে দ্য কেরালা স্টোরি দেখলেন প্রহ্লাদ যোশী ! সংগৃহীত ছবি
সপরিবারে 'দ্য কেরালা স্টোরি' ছবিটি দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। কর্ণাটকের হুব্বালিতে সিনেমা হলে বসে পরিবারের সদস্যদের সঙ্গে 'দ্য কেরালা স্টোরি' ছবিটি দেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সিনেমাটি দেখার পর ব্যক্ত করেছেন নিজের মনের কথা। প্রহ্লাদ যোশী মঙ্গলবার টুইটে জানিয়েছেন, "'দ্য কেরালা স্টোরি শুধুমাত্র একটি গল্প নয় - এটি অনেক বাবা-মায়ের কান্নার গল্প।"
ইতিমধ্যেই এই সিনেমা জুড়ে চলছে রাজনৈতিক বির্তক এই আবহে মমতার বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভারত বিরোধী’ এবং ‘হিন্দু বিরোধী’ বলে আখ্যা দেন। লকেট বলেছেন, ‘এই সিনেমাটি আইএসআইএস জঙ্গি সংগঠন নিয়ে, অন্য কিছু নয়। এর অর্থ, এই সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি করে তিনি কিছু লুকোতে চাইছেন।
টুইটে আরও জানান, নিরীহ হিন্দু মেয়েদের বিভিন্ন উপায়ে প্রলুব্ধ করে এবং প্রেমের নামে প্রতারণার জাল তৈরি করে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি। দেশের স্বার্থে এই ধরনের মানসিকতার পরিবর্তন করতে হবে এবং আইনের মাধ্যমে এই মানসিকতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। এটি একটি "সত্য গল্প" যা সবার দেখা উচিত।