You will be redirected to an external website

রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’র দিন কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি, ঘোষণা মোদী সরকারের

রামমন্দিরের-‘প্রাণপ্রতিষ্ঠা’র-দিন-কেন্দ্রীয়-সরকারি-অফিসে-অর্ধদিবস-ছুটি,-ঘোষণা-মোদী-সরকারের

‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে

২২ জানুয়ারি, সোমবার অযোধ্যার রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। সে দিন এই অনুষ্ঠান উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। যাতে সকল কেন্দ্রীয় সরকারি কর্মী মন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’র অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন, সে জন্য সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস দুপুর আড়াইটে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

অর্ধদিবস ছুটির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, ২২ জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় সরকারি শিল্প প্রতিষ্ঠান দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে। তবে শুধু কেন্দ্রীয় সরকারই নয়, একাধিক বিজেপিশাসিত রাজ্যও রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ওই দিন রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছেন। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন মদের দোকানও বন্ধ থাকবে। 

ছুটি তো পেলেন, কিন্তু ‘প্রাণপ্রতিষ্ঠা’র অনুষ্ঠান দেখবেন কী করে? জানা গিয়েছে, দূরদর্শনে সরাসরি সম্প্রচারিত হবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। ২২ জানুয়ারি, সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোটা অনুষ্ঠানই দেখা যাবে টেলিভিশনের পর্দায়। ডিডি নিউজ় এবং ডিডি ন্যাশনালে তা দেখা যাবে। যদিও দূরদর্শন আরও কিছু চ্যানেলের সঙ্গে লাইভ ফিড ভাগ করে নেবে। যদি আপনার বাড়িতে টেলিভিশন না-ও থাকে, বা আপনি সে সময় বাড়ির বাইরে থাকেন, তা হলেও ইউটিউবে দূরদর্শনের চ্যানেলে লাইভ দেখতে পারবেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সকাল-থেকেই-বাংলার-আকাশের-মুখ-ভার,হাড়-কাঁপানো-ঠান্ডার-সঙ্গে-ঝিরিঝিরি-বৃষ্টি... Read Next

সকাল থেকেই বাংলার আকাশে...