You will be redirected to an external website

ব্যাঙ্কের লকারে রাখা ১৮ লক্ষ টাকা খেল উইপোকা,মাথায় হাত প্রৌঢ়ার

ব্যাঙ্কের-লকারে-রাখা-১৮-লক্ষ-টাকা-খেল-উইপোকা,মাথায়-হাত-প্রৌঢ়ার

ব্যাঙ্কের লকারে রাখা ১৮ লক্ষ টাকা খেল উইপোকা

কন্যার বিয়ের জন্য তিল তিল করে টাকা জমিয়েছিলেন প্রৌঢ়া। সেই টাকা যাতে সুরক্ষিত থাকে এবং প্রয়োজনে ব্যবহার করা যায়, তার জন্য ব্যাঙ্কের লকারে রেখে এসেছিলেন টাকা। মোট ১৮ লক্ষ টাকা গচ্ছিত রেখেছিলেন তিনি। 

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অলকা পাঠক নামে এক প্রৌঢ়া তাঁর সারা জীবনের সঞ্চয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে রেখে এসেছিলেন গত বছরের অক্টোবরে। টাকার সঙ্গে গয়না রেখেছিলেন ব্যাঙ্কের লকারে। প্রৌঢ়া নিশ্চিন্ত ছিলেন যে, সময়মতো ওই টাকা এবং গয়না তিনি ব্যাঙ্ক থেকে নিয়ে আসবেন। যে হেতু এক বছর হয়ে গিয়েছিল, তাই ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী কেওয়াইসি আপডেট করাতে হত প্রৌঢ়াকে। 

সোমবার ব্যাঙ্কে কেওয়াইসি জমা দিতে গিয়েছিলেন অলকা। কেওয়াইসি জমা দেওয়ার পর নিজের গচ্ছিত সম্পদ ঠিক আছে কি না তা দেখার জন্য লকার খোলেন। কিন্তু এ কী! বান্ডিল বান্ডিল টাকা উধাও! লকারের ভিতর কিলবিল করছে উইপোকা। প্রৌঢ়ার তখন আর বুঝতে বাকি থাকেনি, কী সর্বনাশ হয়ে গিয়েছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

গ্রুপ-ডি-চাকরিপ্রার্থীদের-মিছিল,শুভেন্দুর-সঙ্গেই-হাঁটছেন-কৌস্তভ Read Next

গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদ...