২১ জুলাইয়ের প্রস্তুতি শেষ লগ্নে
রাত পোহালেই তৃণমূলের একুশের সমাবেশ। লোকসভা ভোটের আগে একুশে স্মরণ। সমাবেশে রেকর্ড ভিড়ের টার্গেট। বুধ থেকেই বিভিন্ন জেলা থেকে মিছিল আসা শুরু। বেঙ্গালুরু বৈঠকের পরে তৃণমূলের প্রথম সমাবেশ। মনে করা হচ্ছে, রাজ্য ও জাতীয় ইস্যুতে ঝড় উঠবে সমাবেশে। একুশের সমাবেশের দিকে নজর গোটা দেশের। নজর থাকবে মমতার বক্তৃতায়। একুশের সভা নিয়ে কড়া নজরদারি পুলিশ প্রশাসনের। একুশের মঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। মঞ্চ বাঁধা কাজ শেষ। চলছে অন্যান্য কাজ। সকালে মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা সভাস্থল পরিদর্শন করে যান। কোথায় কোথায় পুলিশ কর্মী মোতায়েন হবে, কোথা থেকে নজরদারি চলবে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে।
তৃণমূলের দাবি, বিগত দিনের থেকে এবারে মূল মঞ্চ কিছুটা বড়। তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে থাকবেন দলনেত্রী ও প্রথম সারির নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চটিতে থাকবে শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চে থাকবেন তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিরা।
গোটা এলাকা আপাতত ব্যারিকেড করে রাখা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়, বেঙ্গালুরুতে সদর্থক বিরোধী জট বৈঠকের পর এটা কার্যত তৃণমূলের মেগা ইভেন্ট।এদিকে আবার হাওড়ার নিকটবর্তী ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের চিত্রটা অন্যরকম। সেখানেও চরম ব্যস্ততা। তবে তা রান্নাঘরে। ডিম, ভাত, পাঁচমিশালির তরকারি আর ডাল- চার রকম পদ তৈরি।