সমাবর্তনে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মুর্মু! সংগৃহীত ছবি
সোমবার হিসারে হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন এবং আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সমাবর্তনে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মুর্মু। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চ্যান্সেলর তথা গভর্নর বান্দারু দত্তাত্রেয়। বিশেষ অতিথি থাকবেন মুখ্যমন্ত্রী মনোহর লাল এবং বিশেষ অতিথি থাকবেন কৃষিমন্ত্রী জেপি দালাল। দ্রৌপদী মুর্মু তৃতীয় রাষ্ট্রপতি যিনি হিসারে আসছেন। বিকাল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রপতি সমাবর্তনে যোগ দেবেন। বিকেল ৪.৫০ মিনিটে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করবেন।
এডিজিপি শ্রীকান্ত যাদব সহ রাষ্ট্রপতি ভবনের আধিকারিকদের একটি দল পরিদর্শন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে সকাল ও সন্ধ্যায় হাঁটার জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল দুপুর ১.১৫ মিনিটে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পৌঁছাবেন। তাঁকে স্বাগত জানাবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী মনোহর লাল এবং অন্যরা। সমাবর্তন মঞ্চে চারটি চেয়ার রাখা হবে। করোনা পরীক্ষার রিপোর্ট ছাড়া শিক্ষার্থীদের প্রবেশ করা যাবে না।
সমাবর্তনে ৮৬৫ গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে। ১ অগাস্ট, ২০২১ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা শেষ করেছে, তাদের মধ্যে ২৯০ জনকে স্নাতক, ৪৪৭ জনকে স্নাতকোত্তর এবং ১২৮ জনকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। এছাড়াও ১২৪জন সেরা পারফরম্যান্স শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে। শিক্ষার্থীদের জন্য ড্রেস কোড নির্ধারণ করা হয়েছে।