You will be redirected to an external website

Sheikh Hasina: ৩৬ মন্ত্রী নিয়ে পঞ্চম বার প্রধানমন্ত্রী হাসিনার শপথ বৃহস্পতির সন্ধ্যায়

Sheikh-Hasina:-৩৬-মন্ত্রী-নিয়ে-পঞ্চম-বার-প্রধানমন্ত্রী-হাসিনার-শপথ-বৃহস্পতির-সন্ধ্যায়

পঞ্চম বার প্রধানমন্ত্রী হাসিনার শপথ বৃহস্পতির সন্ধ্যায়

নতুন মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এনে টানা চতুর্থ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তাঁকে নিয়ে মোট ৩৭ জনের মন্ত্রিসভা বৃহস্পতিবার রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের কাছে শপথ নিতে চলেছে। 

মন্ত্রিপরিষদ বিষয়ক দফতর সূত্রের খবর, হাসিনা মন্ত্রিসভায় প্রথম বারের মতো স্থান পেতে চলেছেন সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ১৪ জন। এ ছাড়া অতীতে বিভিন্ন সময়ে মন্ত্রী–প্রতিমন্ত্রী ছিলেন এমন পাঁচ জন এ বার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। নতুন মন্ত্রীদের মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন পাঁচ জন। এই তালিকায় রয়েছেন জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রাক্তন চিফ হুইপ মহম্মদ আব্দুস শাহিদ।

হাসিনার নয়া মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধি হিসাবে প্রথম বার ঠাঁই পাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক সামন্তলাল চৌধুরী এবং জনজাতি নেতা কুজেন্দ্রলাল ত্রিপুরা। সামন্তলাল ‘টেকনোক্র্যাট’ কোটায় পূর্ণমন্ত্রী এবং কুজেন্দ্র প্রতিমন্ত্রী হচ্ছেন। বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বাদ পড়েছেন ১৫ জন পূর্ণমন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী এবং দু’জন উপমন্ত্রীর নাম। প্রকাশিত তালিকা জানাচ্ছে, অর্থমন্ত্রী এ মুস্তাফা কামাল, বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী মহম্মদ আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের মতো প্রভাবশালী নেতা এ বার হাসিনার মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন না।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ভূমিকম্পে-কেঁপে-উঠল-রাজধানী-,জোরাল-কম্পন-কাশ্মীর-সহ-উত্তর-ভারতে Read Next

ভূমিকম্পে কেঁপে উঠল রাজ...