You will be redirected to an external website

নারীশক্তির জয়জয়কার,মহিলা বিজেপি কর্মীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী মোদী

নারীশক্তির-জয়জয়কার,মহিলা-বিজেপি-কর্মীর-পায়ে-হাত-দিয়ে-প্রণাম-করলেন-প্রধানমন্ত্রী-মোদী

কর্মীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী মোদী

নারীশক্তির জয়জয়কার। মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর দেশজুড়ে এই ধ্বনিই শোনা যাচ্ছে। বুধবারই লোকসভায় পাশ হয় মহিলা সংরক্ষণ বিল। এরপর বৃহস্পতিবার রাজ্যসভাতেও পেশ করা হয় মহিলা সংরক্ষণ বিল। নির্ধারিত সময় পেরিয়েও আলোচনা চলে এই বিল নিয়ে। প্রায় মধ্য রাত অবধি ভোটাভুটিতে পাশ হয় এই বিল।নির্ধারিত সময় পেরিয়েও আলোচনা চলে এই বিল নিয়ে। প্রায় মধ্য রাত অবধি ভোটাভুটিতে পাশ হয় এই বিল। মহিলা সংরক্ষণ বিল পাশের সাফল্য উদযাপন করতেই এ দিন বিজেপির সদর দফতরে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবর্ধনা দেন মহিলা বিজেপি কর্মীরা। সেখানেও সকলের মন কাড়ল প্রধানমন্ত্রী মোদীর ব্যবহার।

ভিডিয়োয় দেখা গিয়েছে, বিজেপির সদর দফতরে পৌঁছে কর্মী -সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান তিনি। হাতজোড় করে প্রণামও করেন। এরপরে তিনি মঞ্চে উঠলে মহিলা বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীর গলায় মালা পরিয়ে দেন। সামনে দাঁড়িয়ে থাকা বয়ঃজ্যোষ্ঠ এক মহিলা বিজেপি কর্মীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী। আরেক মহিলা তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে, তিনি হাত দিয়ে বাধা দেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ আমি দেশের সমস্ত মহিলাদের অভিনন্দন জানাতে চাই। গতকাল ও তার আগেরদিন, আমরা নতুন ইতিহাস তৈরির সাক্ষী থেকেছি। এটা আমাদের সৌভাগ্য যে কোটি কোটি মানুষ এই ইতিহাস তৈরির সুযোগ দিয়েছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-দিনভর-ঝমঝমিয়ে-বৃষ্টি-কলকাতা-সহ-রাজ্যে,-হতে-পারে-অতিভারী-বর্ষণও Read Next

Weather: দিনভর ঝমঝমিয়ে বৃষ্টি...