You will be redirected to an external website

Narendra Modi: আজ থেকে শুরু হচ্ছে ২০২৪ সাল,নববর্ষের সকালেই শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী মোদীর

Narendra-Modi:-আজ-থেকে-শুরু-হচ্ছে-২০২৪-সাল,নববর্ষের-সকালেই-শুভেচ্ছাবার্তা-প্রধানমন্ত্রী-মোদীর

নববর্ষের সকালেই শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী মোদীর

দেখতে দেখতেই শেষ আরও একটা বছর। আজ থেকে শুরু হচ্ছে ২০২৪ সাল। নতুন বছরের শুরুতেই দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালেই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। ২০২৪ সাল সকলের অসাধারণ কাটুক, এই কামনাই করেন প্রধানমন্ত্রী মোদী।

এ দিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “সকলকে অসাধারণ ২০২৪ সালের শুভেচ্ছা জানাই। এই নতুন বছর আপনাদের সকলের জন্য সমৃদ্ধি, শান্তি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক এই কামনাই করি।”প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই! আশা করি ২০২৪ সাল আপনাদের সকলের জন্য খুশি, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। আসুন আমরা সকলে মিলে উন্নয়নের লক্ষ্যে কাজ করি।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

মহম্মদ-ইউনুসের-৬-মাস-জেল!-শ্রম-আইনে-দোষী-সাব্যস্ত-করল-ঢাকার-আদালত Read Next

মহম্মদ ইউনুসের ৬ মাস জেল!...